৩৯ চালেই কিস্তিমাত, গুকেশের পর প্রজ্ঞানন্দও লজ্জায় ফেললেন কার্লসেনকে

0




ভারতীয়দের কাছে যেন পেরে উঠছেন না বিশ্বের একনম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন।  ক্লাসিক্যাল দাবায় বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশের কাছে গত মাসে নরওয়ে চেজ ২০২৫-এ হারতে হয়েছিল কার্লসেনকে। মাস ঘোরেনি, ভারতের ১৯ বছর বয়সি গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দের কাছে এ বার লজ্জার হার দেখলেন কার্লসেন।সাদা ঘুঁটি নিয়ে কিস্তিমাত করলেন প্রজ্ঞা। পৌঁছে গেলেন প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালেও। লাস ভেগাসে ফ্রি-স্টাইল চেজ গ্র্যান্ড স্ল্যামে আধিপত্য নিয়েই হারালেন ভারতের ১৯ বছরের তরুণ গ্র্যান্ডমাস্টার। শুধু হারানোই নয়, নরওয়ে কিংবদন্তিকে একেবারে ৩৯টি নিখুঁত চালেই কিস্তিমাত করে দেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। যেখানে কার্লসেনের সঠিক চালের হার ছিল ৮৪.৯ শতাংশ, প্রজ্ঞানন্দের নিখুঁত চালের হার ছিল ৯৩.৯ শতাংশ। এই হারের ফলে কার্লসেন ছিটকে গেলেন খেতাবি দৌড় থেকে। অন্যদিকে কার্লসেনকে হারিয়ে গ্রুপ হোয়াইটের শীর্ষে পৌঁছন প্রজ্ঞানন্দ। ৪.৫ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের গন্ডি পেরিয়ে চ্যাম্পিয়নশিপ স্তরে কোয়ালিফাই করলেন তিনি। এই জয় প্রজ্ঞানন্দের কাছে বিশেষ, কারণ, এর ফলে তিনিই একমাত্র ভারতীয় দাবাড়ু যিনি ক্লাসিক্যাল, র‍্যাপিড এবং ফ্রিস্টাইল, তিন ফর্ম্যাটেই বিশ্বের এক নম্বর দাবা খেলোয়াড়কে হারানোর নজির গড়লেন। র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দাবাড়ুকে তাঁর নিজের ডেরায় হারিয়ে প্রজ্ঞানন্দ জানালেন, এই মুহূর্তে ক্লাসিক্যালের চেয়ে ফ্রিস্টাইল খেলতে বেশি ভালো লাগছে। এখানে অনেক নতুনভাবনার সুযোগ থাকে, আরও বেশি ইম্প্রোভাইজ করতে হয়। প্রজ্ঞানন্দ ছাড়া অন্য গ্রুপ থেকে কোয়ার্টারে পৌঁছেছেন আরেক ভারতীয় গ্র্য়ান্ডমাস্টার অর্জুন এরিগাইসি। এর চেয়ে বেশি পয়েন্ট পেয়েছেন শুধু হিকারু নাকামুরা এবং হ্যান্স নিয়মান। এই গ্রুপেই খেলছিলেন আর এক ভারতীয় বিদিত গুজরাতি। যিনি মাত্র ১.৫ পয়েন্ট পেয়ে তালিকায় সবার শেষে অভিযান শেষ করেন। কোয়ার্টারে যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানার মুখোমুখি হবেন প্রজ্ঞা, অন্যদিকে এরিগাইসি খেলবেন উজবেকিস্তানের নদিরবেক আব্দুসাত্তারভের বিরুদ্ধে ৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *