সৌরভের পর পিআর শ্রীজেশকে ‘ভারত গৌরব’, ইস্টবেঙ্গলের বর্ষসেরা সৌভিক-সৌম্যা
স্পোর্টস ডেস্ক:
এ বছর ইস্টবেঙ্গলের ভারত গৌরব সম্মান পাচ্ছেন কিংবদন্তি হকি তারকা পি আর শ্রীজেশ। রীতি মেনেই প্রতি বছরের মতো এ বছরও ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। এই বছর ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্রীড়া জগতের গুণীজনদের সম্মান জানানো হবে।থাকবেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিমI
তাতেই ঠিক করা হয়েছে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর এ বার ‘ভারত গৌরব’ সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ভারতীয় হকি টিমের অধিনায়ক পদ্মভূষণ পি. আর. শ্রীজেশ কে। ভারতীয় হকির সেরাদের মধ্যে তিনি অন্যতম। টোকিওর পর প্যারিস–টানা দুই অলিম্পিকে দেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক। ‘জীবনকৃতি সম্মান জানানো হবে প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ মিত্র ও মিহির বসুকে। সেরা রেফারির পুরস্কার পাবেন করুণা চক্রবর্তী ও কার্তিক ইন্দু। বছরের সেরা ফুটবলারের পুরস্কার পাচ্ছেন সৌভিক চক্রবর্তী ও সৌম্যা গুগুলথ । উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাবেন পিভি বিষ্ণু। সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন কনিষ্ক শেঠ। ‘প্রদীপ কুমার ব্যানার্জি’ মেমোরিয়াল সম্মানে সম্মানিত করা হবে সঞ্জয় সেন এবং অ্যান্টনি আন্দ্রেউসকে।
‘প্রাইড অফ বেঙ্গল’ সম্মানে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গল ক্লাব এবং ভারতীয় মহিলা ফুটবল টিমের খেলোয়াড় সঙ্গীতা বাঁশফোড়কে। আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার আরণ্যক ঘোষকে প্রতিভার স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মানে সম্মানিত করা হবে I
এদিকে কলকাতা লিগের বড় ম্যাচে মহিলা দর্শকদের জন্য গোলাপি টিকিটের ব্যবস্থা করায় আইএফএ’র সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার৷ ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা জানান, মহিলা দর্শকরা এর ফলে মাঠে যাওয়ার ব্যাপারে উৎসাহী হবে৷ একইসঙ্গে আইএফএ ম্যাচ গড়াপেটা নিয়ে যে কড়া পদক্ষেপ নিয়েছে তাতে খুশি তিনি৷ সম্প্রতি ম্যাচ ফিক্সিং নিয়ে কড়া পদক্ষেপ করেছে আইএফএ। শৃঙ্খলারক্ষা কমিটির সভায় মেসারার্স ক্লাবের ফুটবলার মুসলিম মোল্লা, সান্নিক মুর্মু ও সহকারী কোচ রাজীব দে এবং অন্যদিকে খিদিরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবলার অভীক গুহর বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ আসায় তদন্তভার কলকাতা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ফুটবলার ও সহকারী কোচকে সাময়িক নির্বাসিতও করা হয়েছে৷ যতদিন না পুলিশের রিপোর্ট আসছে, ততদিন নির্বাসিত থাকবেন তাঁরা।