‘১০ বছরের লড়াই, তখন নন-অ্যাক্টর বলেই পরিচিত ছিলাম’, আবেগঘন দেব, প্রশংসায় কৌশিক

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: আজ থেকে প্রায় ৯ বছর আগে শুরু হয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি ‘ধূমকেতু’র কাজ। অনেক লড়াই, প্রতীক্ষা, বাধা পেরিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির দুটি গান— ‘গানে গানে’ ও ‘মা’। দ্বিতীয় গানটির প্রকাশ অনুষ্ঠানে একত্রিত হয়েছিলেন দেব, রুদ্রনীল ঘোষ, কৌশিক গঙ্গোপাধ্যায় সহ ছবির আরও অনেক প্রযোজক-শিল্পী। আর ঠিক সেখানেই যেন ফিরে এলেন অতীতে— দেব।

একসময় ‘নন-অ্যাক্টর’ হিসেবে পরিচিত এই অভিনেতা থেকে আজকের দেব হয়ে ওঠার লড়াইটা সহজ নয়। একটা সময় ছিল, যখন তাঁকে ‘অ্যাক্টর’ বলতেও কুণ্ঠা হতো অনেকের। তাঁর কথায়, “ভাল ছবি করার তাগিদ, মনে হয়েছিল একটা ভাল ছবি পেয়েছি। সেই ছবি ৯ বছর ধরে আটকে থাকার যে যন্ত্রণাটা, এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময়, তাঁদের সঙ্গে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি – এই সমস্ত কিছু নিয়ে এমন একটা আবেগ আছে যেটা আমি কোনোদিনও শব্দ দিয়ে বলে বোঝাতে পারব না।” এই ‘ধূমকেতু’ ছবিটি দেবের কাছে শুধুই একটি সিনেমা নয়, এটি তাঁর আবেগের নাম। তিনি বলেন, “কেন এই আগুনটা এখনো বাঁচিয়ে রেখেছি সেটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন।”

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় এই দিন দেবের অভিনয় সত্তা নিয়ে মন্তব্য করেন।তিনি বলেছিলেন, “আমি একটা ভাল অভিনেতাকে দেখেছি ‘বুনোহাঁস’-এ, সেই সময় সত্যি সত্যি সেই ঝলকটা দেখিয়েছিল। ‘বুনোহাঁস’ ও ‘ধূমকেতু’র হাত ধরেই শুরু হয় দেবের নতুন যাত্রা।” এরপরই তিনি অভিনেতা এবং তারকার ভেদাভেদ নিয়ে এক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তাঁর মতে, “আমরা যাঁদেরকে দক্ষ অভিনেতা বলি, যাঁদেরকে স্টার বলি না, তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা। তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেইনস্ট্রিম ছবিতে করা হয়।”

তবে এখানেই শেষ নয়, তিনি আরও যোগ করেন, “অথচ বারবার প্রমাণিত হয়েছে, মেইনস্ট্রিম ছবির যারা স্টাররা তারা অন্য জায়গায় এসে, অন্য অন্য অভিনেতার চরিত্রে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছে বারবার। আজ না, সেই উত্তম কুমারের সময় থেকে শুরু হয়েছে। এটা চিরসত্যি। যে পারে সে সব পারে।” কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই কথাগুলো যেন দেবের দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ প্রাপ্তিকেই আরও দৃঢ় করে তুলেছিল। দেবের তারকা থেকে অভিনেতা হয়ে ওঠার উত্তরণের রাস্তাটা অনেক আগেই দেখেছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। হয়তো সেইসময় সেই রাস্তাটা ধরে ফেলেছিলেন দেবও। আজ প্রায় ৯ বছর পর, সেই রাস্তার ছবিটা ধরা পড়বে সিনেপ্রেমীদের কাছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *