নোবেলকে ঘিরে একের পর এক বিতর্ক, সে সব ভুলে বড় ঘোষণা গায়কের প্রাক্তন স্ত্রী সালসাবেলের

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিগত কয়েক মাস ধরে একের পর এক বিতর্কে জড়িয়েছেন মইনুল আহসান নোবেল। আর সেই সূত্রেই বারবার আলোচনায় উঠে এসেছে সালসাবেল মেহমুদের নাম। সাধারণত ইন্ডাস্ট্রিতে গায়কের ‘প্রাক্তন স্ত্রী’ হিসেবেই পরিচিত তিনি। দীর্ঘ দিন ধরে দু’জনের ছাদ আলাদা। বহু এ বার বড় ঘোষণা করলেন তিনি।

২০২৩ সালে নোবেলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সালসাবেল। তার পর একের পর এক বিতর্ক। নোবেলের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগও তুলেছিলেন তিনি। এখন অবশ্য সে সব অতীত। নোবেলের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবার নতুন করে জীবন শুরু করছিলেন তিনি। পড়াশোনা শুরু করেছিলেন নতুন করে। বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তিনি। সেই শংসাপত্র সমাজমাধ্যমের পাতায় সকলের সঙ্গে ভাগ করে নেন সালসাবেল। লিখেছেন, “২০১৯ থেকে অনেক কিছু সহ্য করেছি। মানসিক অশান্তি, নানা ধরনের বাধার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তার পরেও যে আমি পড়াশোনা শেষ করতে পেরেছি, তাতেই খুশি। আমার জীবনের বড় প্রাপ্তি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *