কীভাবে তুলবেন শাহরুখের সঙ্গে সেলফি! তবে বিপদের ঝুঁকি কতটা!
স্পোর্টস ডেস্ক: বিন্দুমাত্র বোঝার উপায় নেই। মনে হবে, শাহরুখ খান পাশে দাঁড়িয়ে সত্যি সত্যি সেলফি তুলছেন। এআই জমানায় সমাজমাধ্যম ছেয়ে যাচ্ছে এমন ছবিতেই। কিছুদিন আগেই চেনা মুখের অচনা কার্টুন সামনে আসছিল খুব। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘিবলি উৎসব যেন শুরু হয়ে গিয়েছিল। আর এখন, সেলিব্রিটিদের সঙ্গে সেলফি তোলপাড় ফেলে দিয়েছে। সমাজ মাধ্যমে এখন নতুন ট্রেন্ড। টাইমলাইন স্ক্রল করলেই দেখা যাচ্ছে, কারও পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান! কোথাও আবার ঝলমলে সেলফি, ক্যাপশনে লেখা, ‘স্বপ্ন সত্যি হল’ বা ‘দেখা হয়েই গেল’। যে ছবিগুলো একটু খেয়াল করলেই বোঝা যায়, এআই দিয়ে তৈরি, যা আসল নয়। নেটিজেনদের লাইক-কমেন্টসের বন্যা। মুহূর্তে যেন ভাইরাল।
‘ন্যানো ব্যানানা’ দিয়ে খুব সহজেই বানানো যাচ্ছে এই সব ছবি। এটা তাদের জেমিনি অ্যাপের মধ্যে একটা নতুন ইমেজ-এডিটিং মডেল। যা এতটাই সূক্ষ, খুঁত ধরার উপায় নেই। অনেকে মজার ছলে করলেও কিন্তু বাড়াবাড়ি হলে অন্য বিপদও সুস্থ জীবনে আসতে পারে। কারণ, তারকাদের জীবন অন্য। বিশেষ করে তা যখন শাহরুখ খানের মতো অভিনেতা হন। কারণ, বিভিন্ন ব্র্যান্ড তাদের বিজ্ঞাপনের সঙ্গে জড়িয়ে প্রচার চালান শাহরুখ খানকে দিয়ে।ভারতের আইন অনুযায়ী, কোনো সেলিব্রিটির নাম, ছবি, কণ্ঠস্বর বা বিশেষ ভঙ্গি অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একে বলে রাইটস অফ পাবলিসিটি বা ব্যক্তিত্ব অধিকার। এর সঙ্গে জড়িয়ে আছে কপিরাইট, ট্রেডমার্ক, আইটি আইন এবং ভোক্তা সুরক্ষা আইনও। ফলে শাহরুখ খানের এআই ইমেজ ব্যবহার করে কেউ ব্যবসায়ীক সাফল্য পেলে মোটা টাকা জরিমানা এমনকি আইনি জটিলতাতেই জড়াতে পারেন সেই ব্যক্তি। এর আগে অমিতাভ-জয়া বচ্চন বা অনিল কাপুরের ছবিও অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনায় কোটি টাকার ক্ষতিপূরণ দাবি উঠেছিল। আর শাহরুখের ক্ষেত্রে বিষয়টা আরও স্পর্শকাতর। কারণ তিনি ভারতের সবচেয়ে দামী ব্র্যান্ডদের একজন। যদি কোনও সাধারণ ব্যবহারকারী শুধুই মজা করে পোস্ট করে দেন, তাহলে কড়া ক্ষতিপূরণ হয়তো দাবি করা হবে না, তবে সতর্কবার্তা, পোস্ট ডিলিটের নির্দেশ আসতেই পারে।
