পাক ক্রিকেটারদের মুখের ওপর বন্ধ করা হল ভারতীয় ড্রেসিংরুম, সূর্যদের হাত না মেলানোয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট পাক অধিনায়কের
স্পোর্টস ডেস্ক: পহেলগাঁও হামলার পর আইসিসি অনুমোদিত কোনও টুর্নামেন্টে প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দুবাইয়ে এশিয়া কাপের এই ম্যাচ ঘিরে সমাজ মাধ্যমে বয়কটের দাবি জোরালো হয়েছিল । তবে এশিয়া কাপের সূচি মেনে ভারত খেললেও টসের সময় শুরুতে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব । ম্যাচ শেষেও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি টিম ইন্ডিয়াকে। এরই প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাকিস্তান
অধিনায়ক, সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন পাকিস্তান কোচ মাইক হেসন।
পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুর-এর পর প্রথমবার মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। ম্যাচ ঘিরে উন্মাদনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় টেন্ডিং ছিল ম্যাচ বয়কট স্লোগান। প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং থেকে বলিউড অভিনেত্রী রবিন ট্যান্ডন, ম্যাচ বয়কট ও প্রতিবাদের ডাক দিয়েছিলেন অনেকেই। তবে এশিয়া কাপের সূচি মেনে দুবাইতে রবিবার মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান । টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা। তবে রীতি অনুযায়ী সুর্য ও আঘা একে অপরের সঙ্গে হাত মেলাননি। সূর্য ইচ্ছা করেই হাত মেলাননি বলে জানা যায়। ভারতের ৭ উইকেটে সহজ জয়ের পরেও দেখা গেল এক ছবি। ৬ মেরে ম্যাচ শেষ করে অধিনায়ক সূর্য কুমার যাদব ও শিবম দুবে অপেক্ষারত পাক ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছাড়েন। রীতি অনুযায়ী কোচ গম্ভীর ও সাপোর্ট স্টাফরাও মাঠে নামেননি।
ড্রেসিংরুমের দিকে করমর্দনের জন্য পাকিস্তানি ক্রিকেটাররা পা বাড়ালেও সপাটে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেয় টিম ইন্ডিয়া। তারই প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করেন পাক অধিনায়ক সলমন আঘা। পরে সাংবাদিক বৈঠকে পাকিস্তান এর কোচ মাইক হেসন জানান, “বিপক্ষ দলের এহেন আচরণে আমরা হতাশ …আমরা চেয়েছিলাম ওদের সঙ্গে হাত মেলাতে। সেটা না হওয়ায় সলমন আসেনি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে যায়নি। খুব হতাশাজনক ভাবে ম্যাচটা শেষ হল।”
