৭৫-এ শাবানা! নাচে-গানে মাতলেন জাভেদ, রেখা, মাধুরী, বিদ্যা-ঊর্মিলার সঙ্গে জন্মদিনের আসরে
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সন্ধেটা ছিল অন্য রকম। ৭৫ পূর্ণ করলেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তবে তাঁর জন্মদিনের পার্টিতে যেন বয়সের বেড়া ভেঙে তারকারা এক নতুন তারুণ্যে মেতে উঠলেন। আলো, সুর, হাসি, আর তারকাখচিত ভিড়ের মাঝখানে একের পর এক চমক।
সবচেয়ে বড় মুহূর্ত ধরা পড়ল যখন স্বামী, গীতিকার জাভেদ আখতারের সঙ্গে ‘প্রিটি লিট্ল বেবি’ গানে পা মেলালেন শাবানা। লাল-কালোর মিশ্রণে মেরুন পোশাকে সেজে উঠেছিলেন তিনি, পাশে জাভেদের লাল পাঞ্জাবি-কালো নেহরু জ্যাকেট। যুগলবন্দি শুরু হতেই হাততালিতে ভরে ওঠে চারদিক। মুহূর্তের মধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল। পরিচালক ফারহা খান শেয়ার করে লিখলেন, ‘এ ভাবেই ৭৫ পালনে হয়! চিরকাল এমনই তরুণ-তরুণী হয়ে থাকুন।’
তার পরেই আরেক উন্মাদনা। ডান্স ফ্লোরে হাজির রেখা, মাধুরী দীক্ষিত, বিদ্যা বালন, ঊর্মিলা মাতোন্ডকর। ‘ক্যায়সি পহেলী জিন্দেগানী’ গানে তাঁদের সঙ্গে যোগ দিলেন শাবানাও। চারপাশে উল্লাস, নস্ট্যালজিয়া, হাততালির ঝড়। এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা সঞ্জয় কাপুর। ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন শাবানা আজমি, দারুণ একটি সন্ধ্যা। বলিউডের আসল কুইনরা।’ ছবিতে তাঁদের একসঙ্গেই দেখা যায়। সেই ভিডিও-ও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া বলছে, ‘এ যেন বলিউডের রানীদের মিলনমেলা।’
উৎসবের আসরে একে একে দেখা মিলল কর্ণ জোহর, সোনু নিগম, মহীপ কপূর, নীনা গুপ্তা, ফারহান আখতার-শিবানি দান্ডেকরের। তারকারা যেমন মুগ্ধ হলেন, অনুরাগীরাও চোখ ফেরাতে পারলেন না শাবানার ঝলকানি থেকে।
শুক্রবার সকালেই, ছেলে ফারহান আখতার নিজের সমাজমাধ্যমে মায়ের সঙ্গে খুনশুটির মেজাজে এই ছবিতে ভালবাসা ভরিয়ে দিয়ে লিখলেন, ‘বেলেটেড হ্যাপি বার্থডে শাবানা.. এ বারটা হোক জীবনের সেরা বছর। গভীর অথচ মিষ্টি সব কথোপকথন, অকারণ অ্যান্টাক্ষরী, কাজের সফর আর মেয়েদের ট্রিপ, উচ্চাশা আর উচ্ছ্বাস—সব মিলিয়ে কাটুক এই বছরটা। তবে একটা কথা… এই বিশেষ বছরে দয়া করে শসার স্যান্ডউইচে না বলবেন! ভালবাসি।’