জাতীয় পুরস্কারের মঞ্চে রানির গলায় আদিরার নাম, শাহরুখকে শুভেচ্ছায় ভরালেন সুহানা-আরিয়ান

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: দিল্লির বিজ্ঞান ভবনে সেদিন পুরস্কারের আলোয় ঝলমল করছিল গোটা হল। অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবির জন্যও সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন শাহরুখ। তিন দশক ধরে চলা শাহরুখ খানের অভিনয় জীবনের মুকুটে নতুন পালক উঠল, পাশাপাশি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন রানি মুখোপাধ্যায়। কিন্তু সেই পুরস্কারের মঞ্চে শুধু পুরস্কারের আনন্দই নয়, ফিরে এলো ২৭ বছর পুরোনো স্মৃতি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির রাহুল আর টিনা যেন আবার যুগলে! 

মঞ্চে উঠে পুরস্কার নেওয়ার পরই ঘটল ছোট্ট এক বিপত্তি। গলায় জাতীয় পুরস্কারের মেডেল ঝোলাতে গিয়েই হোঁচট খেলেন শাহরুখ। ফিতেটা যেন কিছুতেই ঠিক হচ্ছে না। তখনই এগিয়ে এলেন রানি। শাহরুখের মেডেল ঠিকঠাক করে পরিয়ে দিলেন তিনি। দর্শক থেকে সোশ্যাল মিডিয়া— সর্বত্র ছড়িয়ে পড়ল সেই ছবি। ভক্তদের কথায়, “ফ্রেন্ডশিপ গোলস”। 

আরও দেখা গেল, ভিড়ের মধ্যে হেঁটে যাওয়ার সময় রানি মুখোপাধ্যায়ের শাড়ির আঁচল যাতে না পড়ে যায়, তার খেয়াল রাখছেন শাহরুখ। সেই মুহূর্তও ভাইরাল। এককালে ‘টিনা’ আর ‘রাহুল’-এর রসায়ন দেখে মুগ্ধ হয়েছিল দর্শক। এতদিন পরে সেই ভালোবাসা, সেই যত্ন যেন আবার দেখতে পেল সবাই।

জাতীয় পুরস্কারের মঞ্চে সবার চোখ তখন রানির দিকে। পুরস্কার নিতে উঠেছিলেন, কিন্তু তাঁর গলায় থাকা সরু চেনের দিকে সবার নজর গেল। কী আছে সেই চেনে? আসলে তাতে ছিল রানির মেয়ে আদিরার নাম। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, মেয়ে আদিরাকে তিনি এক মুহূর্ত কাছছাড়া করতে চান না, কিন্তু তার পরেও মেয়েকে তার নিজের পরিসরটুকু দেন। সেই ভালোবাসার সূত্রেই মেয়ে কাছে না থাকলেও তার নাম ছিল মায়ের গলায়, মায়ের হৃদয়ের খুব কাছে। এই ভালোবাসাটা যেন রানির পুরস্কারপ্রাপ্তির সঙ্গে আরও বেশি করে মিশে গেল, কারণ ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতেও তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করে পুরস্কার জিতেছেন তিনি। 

আরিয়ান ও সুহানারাও এ দিন বাবার প্রথম জাতীয় পুরস্কার জয় উদ্‌যাপন করলেন সোশ্যাল মিডিয়ায়। লিখলেন আবেগমাখা ক্যাপশন, “তুমি সব সময় বলো রুপো জেতোনি, কেবল সোনা হারিয়েছ। কিন্তু এ বার এই রুপোই আসল সোনা।”  ‘তুমি সব সময়ই বলো তুমি কখনও রুপো জেতোনি, কেবলই সোনা হারিয়েছ। কিন্তু এক্ষেত্রে রুপোই আসল সোনা। তোমার এই সম্মানপ্রাপ্তিতে আমরা আপ্লুত। অনেক অভিনন্দন বাবা। তোমাকে খুব ভালোবাসি।’

সুপারস্টার-স্বামী শাহরুখের তিন দশকের অভিনয় জীবনে এ সম্মানপ্রাপ্তিতে আপ্লুত গৌরীও। কিং খানকে ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়েছিলেন গৌরী। লিখলেন, ‘কি অসাধারণ তোমার শাহরুখ। অনেক শুভেচ্ছা তোমার এই জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে। এটা তোমার এত বছরের কঠিন পরিশ্রমের ফল। এখন তোমার এই সম্মানপ্রাপ্তির পর বাড়িতে তোমার এই পুরস্কার ঢেকে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করছি।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed