সিনেমায় যেতে হবে না, আমিরের ‘সিতারে’রা আসবে ঘরে ঘরে!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বড় পর্দার পর এ বার সবার হাতের মুঠোয় আসছে আমির খানের সুপারহিট ছবি ‘সিতারে জমিন পর’। আগামী ১ আগস্ট, ২০২৫ থেকে ছবিটি মুক্তি পাচ্ছে শুধুমাত্র ইউটিউবে। প্রেক্ষাগৃহে সাফল্যের ঝড় তোলার পর এ বার এই পারিবারিক ছবিটি বিশ্বজুড়ে দর্শকদের কাছে পৌঁছে দিতে আমির খান বেছে নিয়েছেন ইউটিউব প্ল্যাটফর্মকেই।

আগে কখনও এমনটা হয়নি। ছবি মুক্তির পরপরই কোনও সাবস্ক্রিপশনভিত্তিক প্ল্যাটফর্মের বদলে ইউটিউবের ‘পে-পার-ভিউ’ মডেলে ছবিটি মুক্তি পাচ্ছে। এই সাহসী পদক্ষেপ বিশ্বজুড়ে চলচ্চিত্র বিতরণের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। ‘সিতারে জমিন পর’ ইউটিউব ছাড়া অন্য কোনও ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে না।

‘তারে জমিন পর’ (২০০৭) ছবির উত্তরসূরি হিসেবে ‘সিতারে জমিন পর’ ভালবাসা, হাসি আর অন্তর্ভুক্তির এক দারুণ গল্প। ছবিটি বিশ্বজুড়ে আড়াইশো কোটির বেশি ব্যবসা করে দর্শকদের মন জয় করে নিয়েছে। এ বার মাত্র একশো টাকায় ভারতের দর্শকরা এই ছবিটি ঘরে বসেই দেখতে পারবেন। এছাড়াও, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, স্পেনসহ আরও ৩৮টি আন্তর্জাতিক বাজারে স্থানীয় মূল্য অনুযায়ী ছবিটি উপলব্ধ হবে। এতে করে বিশ্বের যেকোনও প্রান্তে থাকা দর্শক তাঁদের নিজের সুবিধামতো সময়ে ছবিটি উপভোগ করতে পারবেন।

আমির বলেছেন, “১৫ বছর ধরে ভাবছিলাম, কীভাবে এমন মানুষদের কাছে পৌঁছনো যায়, যারা থিয়েটারে যেতে পারেন না। অবশেষে সময় এসেছে। ইন্টারনেট এখন প্রায় সবার ঘরে, ইউপিআই সহজলভ্য, ইউটিউব প্রতিটি ফোনে—এ বার সিনেমাও পৌঁছবে।”

ইউটিউবের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর, গুনজান সোনিও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাঁর মতে, এই পদক্ষেপ ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে এক নতুন পরিচিতি দেবে। তিনি বিশ্বাস করেন, ইউটিউব শুধু দর্শকদের কাছে পৌঁছানোর পথই খুলে দিচ্ছে না, বরং চলচ্চিত্র নির্মাতাদের তাদের দর্শকদের কাছে সরাসরি পৌঁছানোর সুযোগও করে দিচ্ছে।

আর এস প্রসন্ন পরিচালিত এবং দিব্য নিধি শর্মা রচিত এই ছবিতে আমির খানের সাথে অভিনয় করেছেন জেনেলিয়া দেশমুখ এবং ১০ জন বিশেষ ভাবে সক্ষম শিল্পী।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *