বিয়ে হয়ে গেল গৌরীর সঙ্গে! ষাঠের দোরগোড়ায় এসে ফের সাত পাক ঘুরলেন আমির?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই স্পষ্টবাদী আমির খান। ৬০ বছর বয়সে এসেও নতুন করে প্রেমে পড়েছেন। কোনও রাখঢাক না করেই নিজের জন্মদিনে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে। এ বার তাঁর সঙ্গে বিয়েটাও সেরে ফেললেন অভিনেতা!
বেঙ্গালুরু নিবাসী গৌরী। আমির নিজেই জানিয়েছিলেন, পরিবারের সকলের সঙ্গে গৌরীর আলাপচারিতা পর্বও সারা হয়েছে গিয়েছে। এ বার জানালেন, তাঁদের মধ্যে বিয়েও হয়ে গিয়েছে ইতিমধ্যে। সম্প্রতি বিয়ের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে আমির বলেন, “গৌরী ও আমি দু’জনই এই সম্পর্ককে খুবই গুরুত্ব দিচ্ছি। আমরা পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো সঙ্গী। আমরা একসঙ্গেই আছি। বলা ভাল, মন থেকে আমি ইতিমধ্যেই গৌরীর সঙ্গে বিবাহিত।”
গৌরীর বয়স এখন ৪৬। এক পুত্রসন্তানের মা। অন্য দিকে কিছু দিন আগেই ৬১-তে পা দিয়েছেন আমির। বয়সের ব্যবধান প্রায় ১৪ বছর। এই মুহূর্তে এক ছাদের তলাতেই রয়েছেন তাঁরা। তবে কবে বিয়ে করবেন, এই বিষয় মুখ খোলেননি কেউই।