‘ভুল করেছি,আমি দুঃখিত’! ২০ বছরের উদ্যাপনে কেন জিৎকে ডাকেননি? সাফাই দেবের
জোরকদমে ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা দেব। ডিসেম্বরে তাঁর জন্মদিনে মুক্তি পাবে ‘প্রজাপতি ২’। উৎসাহী তাঁর অনুরাগীরা। এরই মধ্যে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তাই ছবির প্রচারে এসেও বার বার একটাই প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে নায়ককে। ‘রঘু ডাকাত’ ছবির প্রচার অনুষ্ঠানের পরেই উদ্যাপন করা হয় দেবের অভিনয়জীবনের ২০ বছর। সেখানে উপস্থিত হয়েছিলেন তাঁর নায়িকারা এবং ইন্ডাস্ট্রির অনেকে। সেই অনুষ্ঠানে অবশ্য দেখা যায়নি রুক্মিণী মৈত্রকে নিয়ে। তা নিয়ে যেমন কথা উঠেছিল। এখন সেই প্রশ্নের দিক ঘুরে গিয়েছে। সকলের প্রশ্ন কেন ওই দিন ডাকা হয়নি অভিনেতা জিৎ-কে?
এ প্রসঙ্গে প্রথমে জিৎ-কে প্রশ্ন করা হয় কেন দেবের ২০ বছরের উদ্যাপনে দেখা যায়নি। তখন হাসতে হাসতে তিনি জবাব দিয়েছিলেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এই উত্তরই উস্কে দিয়েছে বিতর্ক। সম্প্রতি আডিশনের তরফে দেবকে প্রশ্ন করা হয়েছিল তিনি কেন ডাকেননি আর এক নায়ককে? এড়িয়ে যাননি অভিনেতা, বরং স্পষ্ট জবাব দিয়েছেন।

জিতের ছবি দেখে অনেকটা সময় কেটেছে তাঁর। শিয়ালদহর কাছে যখন লজে থাকতেন তখন প্রাচী সিনেমাহলে জিতের অনেক সিনেমা দেখতে গিয়েছেন তিনি। ফলে নায়ক জিৎকে মন থেকে শ্রদ্ধা করেন অভিনেতা। দেব বলেন, “জিৎদা আমাকে এত ভালবাসে সেটার প্রমাণ পেলাম। আমি সত্যি বুঝতে পারিনি এখানে জিৎদাকে ডাকা ঠিক হবে কিনা। উনি আসবেন কি আসবেন না। কারণ, এখানে তো দেবের ভক্তদের ভিড় বেশি হনে। তাই মনে হয়েছিল জিৎদাকে আমন্ত্রণ জানালে যদি ভাবেন দেখাতে চাইছি, অপমান করছি। আমি ভুল। কারণ, ভালবাসা না থাকলে প্রশ্নই আসত না।’’
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেবের অভিনয় জীবনের ২০ বছর উদ্যাপনের নেপথ্যে ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা। দেব জানান, জনসংযোগ আধিকারিকের তরফে সবার কাছেই আমন্ত্রণ গিয়েছিল। নায়ক যোগ করেন, “আমি বুঝতে পারিনি জিৎদা আমার থেকে এতটা আশা করে। আমি দুঃখিত। বুঝিনি ব্যক্তিগতভাবে আমার আমন্ত্রণ জানানো এতটা গুরুত্ব রাখে জিৎদার কাছে।’’ যদিও এ প্রসঙ্গে আর কোনও মন্তব্য করেননি জিৎ। এই ঘটনার পরেই সকলের প্রশ্ন আগামিদিনে আদৌ কি একসঙ্গে পর্দায় দেখা যাবে দুই নায়ককে? সেই উত্তরও এখন অধরা।
