প্রয়াত জিতের ছবির ‘ভিলেন’, মাত্র ৫৪-তেই চলে গেলেন বলি অভিনেতা মুকুল দেব
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বলিউড তারকা হলেও বাংলা সিনেমার ‘খলনায়ক’-এর চরিত্রদের তালিকায় খুবই পরিচিত মুখ ছিলেন তিনি। টলিউডের বেশ কয়েকটি ছবিতে ভিলেনের চরিত্রে নাম কামিয়েছিলেন অভিনেতা। তার মধ্যে অন্যতম ছিল জিৎ এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের ‘আওয়ারা’ ছবি। এক সময়ে পর্দার হিরোদের সঙ্গে লড়াই করলেও জীবনের কাছে হেরেই গেলেন। মাত্র ৫৪-বছর বয়সেই থামল অভিনেতার জীবন। প্রয়াত হলেন বলি তারকা মুকুল দেব।
বেশ কিছুদিন ধরেই নাকি অসুস্থ ছিলেন অভিনেতা। শেষ সময়ে মুকুল ভর্তি ছিলেন আইসিইউতে। ভাই রাহুল দেবই খেয়াল রাখতেন তাঁর। রাহুল নিজেও একজন প্রতিষ্ঠিত অভিনেতা। জানা যায়, শেষ সময়ে নাকি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন প্রয়াত অভিনেতা। বাবা-মায়ের মৃত্যুর পর বাড়ি থেকেও বেরোতেন না তিনি। লোকজনের সঙ্গে দেখা করাও ছেড়ে দিয়েছিলেন প্রায়। অভিনয় জগৎ থেকেও দূরে ছিলেন তিনি। গত শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জনপ্রিয় এই বলি তারকা।
১৯৯৬ সালে ‘দস্তক’ ছবির মাধ্যমে হিরো হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন মুকুল। ‘প্রাক্তন বিশ্বসুন্দরী’ সুস্মিতা দেনের বিপরীতে নজর কাড়েন তিনি। ‘সন অফ সর্দার’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর রাজকুমার’ এবং ‘জয় হো’-এর মতো একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। বাংলা সিনেপ্রেমীদের কাছেও বেশ পরিচিত মুকুল দেব। এ ছাড়া মালয়ালম, কন্নড়, তেলুগু ভাষার ছবিতেও প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবির জন্য সপ্তম অমরীশ পুরী পুরস্কারও পেয়েছিলেন মুকুল। অত্যন্ত প্রতিভাবান এবং স্বনামধন্য তারকার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ।