বিবাহবার্ষিকীতেই সন্তানের জন্ম দিলেন পত্রলেখা, সবটাই কি পরিকল্পিত ছিল? প্রশ্ন অনুরাগীদের

0

বলিপাড়ায় সুখবর। মেয়ের বাবা হলেন অভিনেতা রাজকুমার রাও। আর মা হলেন পত্রলেখা। শনিবার সকালে সেই সুখবরই শোনালেন অভিনেতা। মিষ্টি পোস্টের মাধ্যমে সুখবর ভাগ করে নিয়েছেন রাজকুমার আর পত্রলেখা। সমাজমাধ্যমে তাঁরা লেখেন, “আমরা খুব খুশি। আনন্দের সঙ্গে জানাচ্ছি লক্ষ্মী এসেছে বাড়িতে।” কিছু দিন আগেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বাবা হওয়ার সুখবর সকলের সঙ্গে ভাগ করে নেন ভিকি কৌশল। একের পর এক সুখবরে উচ্ছ্বসিত দর্শক।



১৫ নভেম্বর রাজকুমার আর পত্রলেখার বিয়ের চার বছর পূর্ণ হল। আর একই দিনে মেয়ের জন্ম দিলেন অভিনেত্রী৷ দর্শকের একাংশের কথায় সবটাই কি পরিকল্পনা করে ঠিক করেছিলেন তাঁরা? সেই উত্তর পাওয়া যায়নি এখনও৷ চলতি বছরের জুলাই মাসে সবাইকে এই সুখবর শুনিয়েছিলেন রাজকুমার এবং পত্রলেখা৷ তবে অন্তঃসত্ত্বাকালীন অবস্থায় অভিনেত্রীকে খুব বেশি দেখা যায়নি প্রকাশ্যে। এই বছরের দীপাবলিতেও বাড়ির বাইরে দেখা যায়নি তাঁকে। নতুন অতিথি আসার আগমনে আরও আনন্দিত সবাই৷

উল্লেখ্য, বলিপাড়ায় এখন খুদেদের ভিড়। ভিকি, ক্যাটরিনার পাশাপাশি সদ্য মা-বাবা হওয়ার খবর শুনিয়েছেন পরিণীতি চোপড়া, রাঘব চড্ডা৷ যদিও সদ্যোজাতদের এখনও প্রকাশ্যে আনেননি তাঁরা৷ খুদেদের দেখার অপেক্ষায় অনুরাগীরা৷ কিছু দিন আগে দীপাবলিতে মেয়ে দুয়াকে প্রকাশ্যে আনেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং৷ অনুরাগীদের বিশ্বাস এমনই কোনও অনুষ্ঠানে দেখা মিলতে পারে এই খুদেদেরও৷

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *