পাঁচ মাসের প্রেমেই বিয়ে, আমেরিকায় সাত পাকে বাঁধা পড়লেন তনুশ্রী
বিয়ে করলেন তনুশ্রী চক্রবর্তী। একেবারে বিদেশি কায়দায় মনের মানুষের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন তিনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে ছবি৷ সকলের মনে প্রশ্ন পাত্র কে? নায়িকার স্বামী তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত। নাম, সুজিত বসু। লাসভেগাসে হয়েছে বিয়ের অনুষ্ঠান। না পরিবারের কেউ উপস্থিত হতে পারেননি। তবে ভিডিয়ো কলে মা-বাবার সামনে শুভ কাজ সারেন নায়িকা।

আমেরিকায় ২৮ বছর ধরে আছেন সুজিত। এক সাক্ষাৎকারে তনুশ্রী বলেছেন, “একজন বন্ধুর মাধ্যমে আলাপ। ইউএসএ গিয়ে দেখা হয়েছিল। তারপর আমি দেশে চলে আসি। পাঁচ মাস ধরে প্রেম চলছিল। দু’জনে দু’জনকে ভালবেসে ফেলেছি। তবে এত তাড়াতাড়ি বিয়ে করব ভাবিনি।”

সুজিতের সঙ্গে লাসভেগাসে ছুটি কাটাতে গিয়েছিলেন তনুশ্রী। সেখানেই দেখেন প্রেমিক বিয়ের তোড়জোড় করে রেখেছেন। নায়িকার পরনে ছিল সাদা লহেঙ্গা, মানানসই গয়না আর শাঁখা-পলা। তা হলে এ বার থেকে কি আমেরিকাতেই থাকবেন তনুশ্রী? তিনি জানিয়েছেন কলকাতা এবং আমেরিকা দুই জায়গা মিলিয়ে থাকবেন। সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ছবি ‘ডিপফ্রিজ’। তবে ছবির প্রচারে দেখা যায়নি নায়িকাকে।

