‘ভালবাসতে ভয় পেতাম, কিন্তু এই সম্পর্কটা…’ আডিশনকে নিজের প্রেমকাহিনি জানালেন মিশমি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় মুখ। কিন্তু কর্মজীবন হোক বা ব্যক্তিগত জীবন, এই সবকিছুকে খুব একটা প্রচার আলোয় নিয়ে আনতে চান না তিনি। এই মুহূর্তে মুম্বইতে অভিনেত্রী। হাত দিয়েছেন নতুন প্রজেক্টে। আর মুম্বই থেকেই জানালেন, ভালবাসায় আছেন মিশমি দাস। প্রেমিক সুজন সেনগুপ্তের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনে যখন সবকিছুই হারিয়ে যাচ্ছিল, সেই অস্থির সময়ে তুমি এলে আমার জীবনে এক মধুর গানের মতো…’
যদিও প্রেমে পড়েছেন বেশিদিন হয়নি। মিশমি জানান, এক সময়ে নাকি ভালবাসাতেই একটা ভীতি ছিল তাঁর। কিন্তু তার পর কী হল? কী ভাবে মন গলল অভিনেত্রীর? আডিশনের তরফে যোগাযোগ করা হয়েছিল তাঁর সঙ্গে। নিজের প্রেমপর্ব নিয়ে অকপটেই বলেন, “মনে হল এটাই সঠিক সিদ্ধান্ত…”

এ তো গেল প্রেমিকার কথা, এ বার একটু প্রেমিককে নিয়েও বলা যাক। বর্তমান ঠিকানা মুম্বই হলেও কলকাতার ছেলে সুজন। পেশায় একজন সঙ্গীত শিল্পী এবং মিউজিসিয়ান। জানেন কি, তাঁর সঙ্গে অভিনেত্রীর আলাপটা বেশ মজার? মিশমি বলেন, “অদ্ভুদভাবে আমরা পাশাপাশি স্কুলে পড়েছি। আমাদের বন্ধুবৃত্তটাও একই ছিল। আমরা একে অপরের বন্ধুদের চিনি। কিন্তু আমাদের কোনওদিন দেখা হয়নি। এমনও হয়েছে আমরা এক হাউসপার্টি বা অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু আমাদের দেখা হল মুম্বইতে এসেই।”
তিনি আরও বলেন, “হঠাৎই আমার বন্ধু একদিন বলল, ‘চল, আমার বন্ধুর বাড়ি যাব’। সুজনের সঙ্গে পাঁচ মিনিট কথা বলেই মনে হল যেন আমরা একে অপরকে বহুদিন ধরে চিনি।”
এর আগে বহু সাক্ষাৎকারেই মিশমি জানিয়েছিলেন, ভালবাসার ক্ষেত্রে বড়ই ভীতু নাকি তিনি। অভিনেত্রী বলেন, “কাউকে ভালবাসতে ভয় পেতাম ঠিকই। কিন্তু এটা খুব অনায়াসেই হয়ে গেল। কোনও দ্বিতীয় ভাবনা আসছে না মনে।”
প্রেমে পড়ার এই অনুভূতিটা কেমন ছিল? লজ্জিতভাবেই অভিনেত্রী বলেন, “প্রেমে তো রোজই পড়ছি। এই প্রথমবার প্রেমে পড়ে খুব শান্তি লাগছে।” সবশেষে বিয়ের প্রসঙ্গ তুলতেই মিশমির সোজা সাপটা উত্তর, “দাঁড়াও, দাঁড়াও! সবে তো শুরু হল। আগে প্রেমটা তো ভাল করে করি…”