নাগা চৈতন্য অতীত, রাজের ঘরনী হলেন সামান্থা, বিয়েতে কেমন সাজলেন অভিনেত্রী?
বিয়ে করলেন সামান্থা রুথ প্রভু। গুঞ্জন ছিল অনেক দিনের।পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী। সোমবার, ১ ডিসেম্বর সকালেই কোয়েম্বত্তূরের লিঙ্গ ভৈরবী মন্দিরে সাতপাকে বাঁধা পড়েন সামান্থা-রাজ। সকলের সঙ্গে বিয়ের ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। একেবারে ছিমছাম সাজে ফ্রেমবন্দি নবদম্পতি।

লাল টুকটুকে বেনারসিতে সেজেছিলেন সামান্থা। সেই সঙ্গে কারুকার্য করা বিশেষ ব্লাউজ। এ দিন সোনার গয়নায় সেজেছিলেন নায়িকা। গলায় ভারী নেকলেস, কানে ভারী ঝোলা দুল, দু’হাত জুড়ে সোনার বালা, চূড়, গলায় মঙ্গলসূত্র, ডান হাতের দু’আঙুলে সোনার আংটি। ফুলের মালায় নিজেকে সাজিয়েছিলেন অভিনেত্রী। মেহেন্দির নকশায়ও ছিল নতুনত্বের ছোঁয়া। তবে তাঁর আঙুলের চারকোণা হিরের আংটি নজর কেড়েছে সকলের। অন্য দিকে, রাজের পরনে ছিল সাদা কুর্তা-পাজামা আর সোনালি রঙের জওহর কোট।
অনেক দিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন চলছিল ইন্ডাস্ট্রির অন্দরে। তবে প্রকাশ্যে কোনও দিনই কোনও কথা বলেননি তাঁরা। ২০১৭ সালে গোয়ায় ধুমধাম করে নাগাচৈতন্যকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০২১ সালে আইনি বিচ্ছেদ হয় তাঁদের। নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিচ্ছেদ নিয়েও বিস্তর জলঘোলা হয়েছিল। তবে বিচ্ছেদের পর নাগাও এখন বিবাহিত।

গত বছর ডিসেম্বরে অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে বিয়ে করেন নাগা চৈতন্য। শোনা যায়, শোভিতার সঙ্গে নাগের বিয়ে হতেই নিজের সম্পর্কে সিলমোহর দিতে উতলা হয়েছিলেন অভিনেত্রী। তাই নাকি কখনও তিরুপতির মন্দিরে বা কখনও বিমানে কাঁধে মাথা রাখার ছবি নিজেই পোস্ট করেন সামান্থা। এখন প্রশ্ন নবদম্পতি বিয়ের পর কোথায় মধুচন্দ্রিমায় যাবেন? তা ক্রমশ প্রকাশ্য।

