৬ বছর পর আবার! মেয়েদের বিশ্বকাপের আগেই সিংহাসন দখল স্মৃতি মান্ধানার

আবার সিংহাসনে বসলেন স্মৃতি মান্ধানা। দীর্ঘ ৬ বছর পর ফিরে পেলেন শীর্ষস্থান। ২০১৯ সালের নভেম্বরে শেষবার ছিলেন সবার ওপরে। ২০২৫- এ আইসিসি মেয়েদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে ব্যাটারদের ১ নম্বর জায়গাটা এখন আবার তাঁর। তাতেই মেয়েদের ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্টের ছয় মাসের রাজত্ব শেষ হল। স্মৃতি মান্ধানার পয়েন্ট ৭২৭ । উলভার্টের সমান ৭১৯ পয়েন্ট নিয়ে যৌথভাবে ২ নম্বরে আছেন ইংল্যান্ডের ন্যাট সিভার–ব্রান্ট। সাম্প্রতিক ফর্মের কারণেই স্মৃতি পিছনে ফেলেছেন সেরা ক্রিকেটারদের। মে মাসে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো পারফর্ম করার পুরস্কার পেয়েছেন স্মৃতি। ওই সিরিজে সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে ১ সেঞ্চুরি ও সমান ফিফটিতে ২৬৪ রান করেন তিনি। ১০১ বলে ১১৬ রানে ঝকঝকে ইনিংস খেলেন ফাইনালে। তাতেই মহিলাদের ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছেন স্মৃতি। তাঁর ঝুলিতে রয়েছে ১১টি সেঞ্চুরি। এরফলেই আইসিসির ওয়ানডে ক্রমতালিকায় ফের শীর্ষস্থান দখল করলেন টিম ইন্ডিয়ার বাঁহাতি ওপেনার। ২০১৯ সালের নভেম্বরের পর প্রথম দশে নিয়মিতভাবে থাকলেও শীর্ষস্থানে পৌঁছতে পারছিলেন না তিনি। ৬ বছরের ব্যবধানে ফের শীর্ষে ভারতীয় ওপেনার। ২০২৪ সালে চারটি সেঞ্চুরি-সহ করেছিলেন ৭৯৪ রান। ৫৭.৪৬ গড়ে মাত্র ১৩ ম্যাচে এই রান করেছিলেন তিনি। সামনেই মহিলাদের বিশ্বকাপ। তার আগে নিঃসন্দেহে স্মৃতির এই উত্থান মনোবল বাড়াবে টিম ইন্ডিয়ার। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ২৭ ও ২৮ রান করা উলভার্ট হারিয়েছেন ১৯ রেটিং পয়েন্ট। মহিলাদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। ইংল্যান্ডের সোফি একলেস্টোনই যথারীতি শীর্ষে আছেন। ২ ও ৩ নম্বরে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও মেগান শুট।
