জগদ্ধাত্রীর শুটিং শেষ, এ বার কোন রূপে দেখা যাবে অঙ্কিতা মল্লিককে?

0

ইদানীং প্রায় সব ধারাবাহিকের মেয়াদ তিন মাস থেকে আট মাস। টিআরপি নম্বরের উপর নির্ভর করে অনেকটাই। যদিও ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ ছিল এ ক্ষেত্রে ব্যতিক্রম। প্রায় তিন বছর জগদ্ধাত্রী-স্বয়ম্ভুর কাহিনিকে ভালবাসা দিয়েছে দর্শক। তাই ধারাবাহিকের শেষ লগ্নে মনখারাপ সবার। সেই আভাস পাওয়া গেল রূপসা চক্রবর্তীর লেখায়।

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকে তাঁকে দর্শক দেখেছে কৌশিকী চরিত্রে। নায়ক-নায়িকার পাশাপাশি এই চরিত্রও পেয়েছে সমান ভালবাসা। অভিনেত্রী ছাড়াও অবশ্য তাঁর আরও একটি পরিচয় আছে। তিনি স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী। তাই তাঁকেও ধন্যবাদ জানাতে ভোলেননি কেউ। রূপসা নিজে একটি ছবি পোস্ট করেছেন স্বামী স্নেহাশিসের সঙ্গে। যেখানে তিনি লেখেন, “বিদায় জগদ্ধাত্রীর বড়দা-বড়দিকে। ধন্যবাদ সকলকে যাঁরা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন। সাক্ষী ছিলেন এই পথ চলার। ধন্যবাদ চ্যানেলের সবাইকে।”

এই ধারাবাহিকের মাধ্যমে দর্শক পেয়েছিল নতুন জুটি। অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায় এর আগে মডেলিং করেছেন। কিন্তু এই ধারাবাহিক এনে দিয়েছে জনপ্রিয়তা। এখন তাঁদের সবাই জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু নামেই চেনে। আগামীদিনেও কি ছোটপর্দায় দেখা যাবে তাঁদের? প্রশ্ন সকলের মনে। স্বয়ম্ভুর আগামী কাজ জানা না গেলেও পর্দার জগদ্ধাত্রীকে দেখা যাবে বড়পর্দায়। শোনা যাচ্ছে মহুয়া রায়চৌধুরীর জীবনীচিত্রে দেখা যাবে তাঁকে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী এখনও। ছোটপর্দা থেকে অনেক অভিনেত্রীকেই অতীতে দেখা গিয়েছে বড়পর্দায়। একের পর এক হিট ছবিও উপহার দিয়েছেন তাঁরা। ছোটপর্দার জগদ্ধাত্রী কি বড়পর্দায়ও দর্শকের নজর কাড়তে পারবে? সেটাই দেখার অপেক্ষা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *