রানি-কাজলের সঙ্গে নবমীর আড্ডায় আলিয়া ভাট, মুখোপাধ্যায়দের বাড়ির পুজোয় তারকাখচিত আসর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দুর্গাপুজো মানেই বাঙালির আবেগ। মুম্বইয়ের নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো শুধু একটি পুজো নয়, এ যেন মুখোপাধ্যায় পরিবারের ভালবাসার এক বার্ষিক ঐতিহ্য, উপস্থিত থাকেন বলিপাড়ার তারকারাও। প্রতি বছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন অনুরাগীরা। নবরাত্রি আর নবমীকে ঘিরে এই পুজোকে ঘিরে থাকে চর্চা। এ বারও তার ব্যতিক্রম হল না। বুধবার নবমীর দিন মুখোপাধ্যায়দের বাড়ির পুজোয় পৌঁছলেন আলিয়া ভাট।

পেস্তা বা জলপাই সবুজ রঙের জমকালো লেহেঙ্গায় এদিন অভিনেত্রীর সাজ ছিল চোখে পড়ার মতো। সারা পোশাকে ছিল সুন্দর কাজ। চুল বাঁধা, কপালে কালো টিপ, আর হাতে ছিল মানানসই গয়না। আলিয়া যখন মণ্ডপে প্রবেশ করছেন, তখন সোজাসুজি তাঁকে অভ্যর্থনা জানাতে এগিয়ে এলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায়। বন্ধুকে হাত ধরে নিয়ে গেলেন ভেতরে। এরপরই দেখা গেল মিষ্টি এক মুহূর্ত। মঞ্চে দাঁড়িয়ে আলিয়াকে আদরে ভরিয়ে দিলেন রানি মুখোপাধ্যায়। আকাশের মতো নীল শাড়িতে রানিও ছিলেন স্নিগ্ধ। দু’জনের হাসি আর খুনসুটি দেখে পুজোর আসরে যেন অন্যরকমের এক উষ্ণতা ছড়িয়ে গেল। কখনও ক্যামেরার সামনে পোজ দিলেন, কখনও আবার হাত নেড়ে শুভেচ্ছা জানালেন উপস্থিতদের।
আলিয়া ভাট এবং তাঁর স্বামী রণবীর কাপুরের সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের আত্মীয়তা দীর্ঘদিনের। রণবীর-আলিয়ার জুটি গত ক’বছর ধরেই নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় নিয়মিত। তবে এই বছর সেই নিয়মে ছেদ পড়েছে। সপ্তমীর সন্ধ্যায় যেখানে এসেছিলেন রণবীর, সেখানে নবমীর দিনে আলিয়া এলেন একাই। সঙ্গে মেয়ে রাহা ছিল না। যদিও কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই পুজোয় পৌঁছন অভিনেত্রী। ভেতরে এসে দেবীদর্শন, ভোগের প্রসাদ বিতরণ, আর রানি-তানিশা মুখোপাধ্যায়দের সঙ্গে মন খুলে আড্ডা! সব মিলিয়ে তারকাদের উপস্থিতি আর আড্ডায় মণ্ডপে এক উৎসবের মেজাজ।
এদিন ভিড়ের মাঝেই এক অনুরাগী ছবি তোলার জন্য আলিয়ার হাত ধরে তাঁকে একপ্রকার টেনে নিয়ে যান। পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খল হয়ে উঠলেও আলিয়া কিন্তু শান্তভাবে নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেন, পরিস্থিতি যেন গোলমালপূর্ণ না হয়। এরপর হাসিমুখেই তিনি ছবি তোলেন অনুরাগীর সঙ্গে। এই দৃশ্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই আলিয়ার সংযমের প্রশংসায় মুখর হয়েছেন সকলে।