‘১৪ ঘণ্টা চরিত্রে থেকে ভুলে যাই বাস্তবে তার অস্তিত্ব নেই’, ‘মিঠিঝোরা’ শেষ হতেই আবেগী ‘রাই’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ২০২৩ সাল থেকে সম্প্রচার শুরু। গত দু’বছর ধরে দর্শকদের মন জয় করে চলেছে ‘মিঠিঝোরা’। তবে সব শুরুরই তো শেষ থাকে। পরের মাসেই শেষ বারের মতো সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক। ২৫ জুন, গত বুধবার শেষ হল এর শুটিং। আডিশন আগেই জানিয়েছিল এই খবর। এ বার সর্বসমক্ষেই পোস্ট করে জানালেন ধারাবাহিকের অন্যতম মুখ্যচরিত্র ‘রাই’ অর্থাৎ বাস্তবের আরাত্রিকা মাইতি।

দীর্ঘ সময় ধরে ধারাবাহিকের কলাকুশলীদের সঙ্গে থাকতে থাকতে তাঁরাই যেন এক সময় পরিবার হয়ে ওঠে। পর্দার রাইপূর্ণার ক্ষেত্রেও ঘটেছে ঠিক এমনই। আরাত্রিকার মতে, ‘১৪ ঘণ্টা একটা চরিত্রে থাকতে থাকতে মনেই থাকে না সেই চরিত্রটির বাস্তবে কোনও অস্তিত্ব নেই।’ ধারবাহিকের শুটিং শেষ হতেই আবেগে ভাসলেন অভিনেত্রী।

সমাজমাধ্যমে লেখেন, ‘আজ ১৯ মাসের জার্নি শেষ! আসলে প্রায় দু’বছর ধরে ১৪ ঘণ্টা চরিত্রে থাকতে থাকতে আমরা ভুলেই যাই সেগুলো ‘চরিত্র’। বাস্তবে অস্তিত্ব নেই। আমরা নিমিত্ত মাত্র। আমাদের প্রতিদিন প্রতিনিয়ত র্নির্দিষ্ট পোশাক পরিয়ে, মেকআপ করিয়ে, চুল বেঁধে, সাজিয়ে সেই চরিত্রটা যাঁরা গড়ে তোলেন, যিনি কলমের যাদুতে প্রাণ দান করেন, বা ক্যামারার সামনে ১৪ ঘণ্টা যিনি উজাড় করে দেন সঠিক ভাবে, তাঁদের জন্যও বোধহয় এটা মেনে নেওয়া সহজ না।’

ছোট পর্দার সফর শেষ হতেই খুব শীঘ্রই অভিনেত্রী আত্মপ্রকাশ করবেন বড় পর্দায়। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’তে দেখা যাবে আরাত্রিকাকে। নায়িকা লেখেন, “আমার প্রথম সিনেমায় পদার্পণ ‘মিঠিঝোরা’র হাত ধরে। চরিত্রগুলো হারিয়ে যাবে, এটাই বাস্তব কিন্তু মন থেকে মুছে যাবে কোনওদিনও? সাধ্য মতো চেষ্টা করেছি ‘রাই ‘ হয়ে উঠতে। আর আমার সোনার তরী ভাসিয়ে দিয়েছি ‘মিঠিঝোরা’র মিষ্টি স্রোতে।” শুটিং ফ্লোরে সহ-তারকাদের সঙ্গে হওয়া বন্ধুত্বকেও ফিরে দেখতে ভোলেননি আরাত্রিকা। ‘মিঠিঝোরা’র শেষ সম্প্রচার আগামী মাসের ১১ তারিখ।

.

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *