অ্যাশেজে প্রথম দিন পেস ত্রাসের রাজত্ব! পতন ১৯ উইকেটের! ১০০ বছরের ক্রিকেটে বিরল নজির

0

আগুনে বোলিংয়ে পুড়িয়ে শত্রুর মুখে ছাই! শুরুটা করেছিল অস্ট্রেলিয়া, দিনের শেষে সেই অস্ট্রেলিয়াই ইংল্যান্ডের কাছে বিপদের প্রমাদ গুণছে! বলাই বাহুল্য, পারথে অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনটা পুরোপুরি বোলারদের। দুই দলের বোলাররা তুলে নিয়েছে ১৯ উইকেট। মিচেল স্টার্কের ৭ উইকেট শিকারে ইংল্যান্ড ১৭২ রানে গুটিয়ে যায়। মনে করা হয়েছিল ব্যাট হাতে দাপট দেখাবে অস্ট্রেলিয়ানরা। সে গুড়ে বালি! ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের তোপের মুখে দিনের শেষে অজিদের বোর্ডে রান ৯ উইকেটে ১২৩। প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ৪৯ রানে। 

১৯ উইকেট একদিনে! ঐতিহ্যবাহী অ্যাশেজের গত ১০০ বছরে প্রথম দিনে যা সর্বোচ্চ উইকেট পতনের রেকর্ড। অ্যাশেজের ইতিহাসে সিরিজ শুরুর দিনে এত বেশি উইকেট আগে কোনোদিন পড়েনি। ১৮৮৮ সালে দুই দলের মধ্যে একমাত্র টেস্টের প্রথম দিনে এবং ১৮৯৬ সালে তিন টেস্টের সিরিজের প্রথম দিনে ১৮ উইকেট করে পড়েছিল, সেটাই ছিল আগের রেকর্ড। আর
জশ হ্যাজেলউড নেই, নেই প্যাট কামিন্সও। ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার একা হাতেই তছনছ করে দিয়েছেন মিচেল স্টার্ক। শুরুর ওই আগ্রাসন। যা ছিল একেবারে শেষ পর্যন্ত। প্রায় ১৩ ওভারের বোলিং স্পেলে তিনি রান দিয়েছেন ৫৮টি। উইকেট নিয়েছেন সাতটি। স্টার্কের ৭ উইকেট পারথ স্টেডিয়ামে সেরা বোলিংয়ের রেকর্ড। ৩৫ বছর পর অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে কোনো টেস্টের প্রথম দিনে ৭ উইকেট পেলেন কোনো বোলার।

দুই দলের ইনিংসে অর্ধশতরানের ইনিংস কেবল একটাই, এক ছক্কা ও ৫টি চারে হ্যারি ব্রুকের ৫২। অস্ট্রেলিয়ার কেউ ৩০ রানও করতে পারেননি। আসলে পারথ স্টেডিয়ামে ছিল পেস বোলিংয়ের ত্রাসের রাজত্ব। স্টার্কের পাল্টা অব্যাহত রেখেছিলেন জোফ্রা আর্চারও। কিন্তু নায়ক বনে গেলেন বেন স্টোকস। ট্রাভিস হেড, ক্যামেরুন গ্রিন, অ্যালেক্স ক্যারি- অস্ট্রেলিয়ার মিডল অর্ডার পুরোটাই, যেন মেরুদণ্ডটাই ভেঙে দেন স্টোকস।  টেস্ট কেরিয়ারে ষষ্ঠ দফা ফাইফার তুলে নিলেন বেন স্টোকস। আসলে, অ্যাশেজ যে সম্মানের লড়াই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *