দেবচন্দ্রিমা, অদ্রিজার পর এবার মুম্বইতে আয়েন্দ্রী, কোন সিরিজ-এ ফাহাদ আলীর পাশে দেখা যাবে তাঁকে?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মায়ানগরীতে এবার আয়েন্দ্রী! মুম্বইতে প্রথম হিন্দি কাজের শুটিংয়ে সেরে বাংলায় ফিরেছেন অভিনেত্রী। চিত্রনাট্য হাতে ছবি পোস্ট করে নিজেই সে খবর জানিছিলেন আয়েন্দ্রী।

টেলিভিশন দুনিয়ায় দাপিয়ে কাজ করার পর মুম্বই পাড়ি দেওয়া নতুন কিছু নয়। টলিউডের একাধিক পরিচিত মুখ দেবচন্দ্রিমা সিংহরায়, অদ্রিজা রায়, দর্শনা বণিক, মিশমি দাসরা ইতিমধ্যেই কাজ করেছেন হিন্দি ছবি বা সিরিজে। এবার সেই তালিকায় নতুন সংযোজন আয়েন্দ্রী রায়। মুম্বইয়ে নিজের নতুন কাজের সুযোগ পেয়ে বেজায় খুশি অভিনেত্রী।
আয়েন্দ্রী সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে হাতে চিত্রনাট্য নিয়ে বসে আছেন তিনি। অন্য ছবিগুলোতে কলকাতার বন্ধু ও প্রেমিক নীলাঙ্কুর মুখোপাধ্যায়ের সঙ্গে ভিডিও কলেও আড্ডা দিতে দেখা গেছে তাঁকে। ক্যাপশনে আয়েন্দ্রী লিখেছেন, ‘আমি এখন মুম্বইতে। এটাই আমার প্রথম হিন্দি কাজ। যা আশা করেছিলাম তার থেকেও বেশি আনন্দ করে কাজ করছি এখানে। আমার কাজের সমস্ত খুঁটিনাটি পরে সবার সঙ্গে ভাগ করে নেব। কাজ শুরু করার আগে খুব নার্ভাস লাগছিল, এখন অনেকটাই চাপমুক্ত।’
আয়েন্দ্রীর এই পোস্টে তাঁর অনুরাগীরা এবং বন্ধুরা নতুন যাত্রার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। জানা গেছে, ‘মিঠিঝোরা’ ধারাবাহিকের কাজ শেষ করেই তিনি মুম্বই উড়ে গেছেন। অ্যামাজন প্রাইমের একটি প্রোজেক্টে ১২ দিনের শুটিং শিডিউল ছিল তাঁর।
অ্যাডিশন এর সঙ্গে কথায় জানিয়েছেন, এই সিরিজের প্রযোজনা করছে টি ভি এফ এবং দেবরস প্রডাকশনস। আয়েন্দ্রীর বিপরীতে দেখা যাবে অভিনেতা ফাহাদ আলিকে। এই সিরিজে দুজন নায়িকা রয়েছেন এবং প্রথম পাঁচ এপিসোড পর্যন্ত আয়েন্দ্রীকে দেখা যাবে। তাঁর চরিত্রটি একজন পুরোদস্তুর ফিল্মি বলিউড গার্লের, যে ফাহাদ আলির কর্মস্থলে কাজ করে। সেখানেই তাদের দেখা হয়, কিছু ভুল বোঝাবুঝি হয়, প্রেমও আসে, কিন্তু সম্পর্কটা টেকে না। এরপর মেয়েটি বিদেশে পাড়ি দেয়। সিজন ২-এর বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
মুম্বইয়ের মাড আইল্যান্ড, কান্দিওয়ালি ইস্ট, পলিটেকনিকে হয়েছে শুটিং। জুলাই মাসের ২৬-২৭ তারিখের মধ্যে বাকি শুটিং শেষ হওয়ার কথা।
আয়েন্দ্রী তাঁর প্রথম হিন্দি কাজের অভিজ্ঞতা নিয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি জানিয়েছেন, কাস্টিং ডিরেক্টর, পরিচালক এবং প্রযোজকরা খুবই সাহায্য করেছেন। তাঁকে স্ক্রিপ্ট পাঠানো হয়েছিল, তিনি প্রস্তুতি নিয়ে সেটে যান এবং বাকিটা খুব সহজেই মিশে গিয়েছিল শুটে। অভিনেতা ফাহাদ আলিও খুব সাপোর্টিভ ছিলেন। ফাহাদ তাঁকে নতুন মনে হতে দেননি, তিনি যথেষ্ট স্বস্তি দিয়েছেন।