শাকিবের সঙ্গে নিজস্বী দিতেই প্রেমচর্চা! জল্পনা উস্কে জান্নাত বললেন, ‘কিছু তো বটেই…’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলাদেশের বিনোদনমহলে নতুন প্রেমের চর্চা। শাকিব খানের সঙ্গে মিষ্টি জান্নাতের একটি নিজস্বী সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর গুঞ্জন। ক্যাপশনে আবার আঁকা ভালবাসার চিহ্ন। তাতেই শুরু জল্পনা। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী।

শাকিবের সঙ্গে নাকি কলকাতায় এসেই দেখা করেন জান্নাত। সত্যিই কি প্রেম করছেন তাঁরা? দুই তারকাকে নিয়ে অনেকেই আবার বিয়ের খবর পর্যন্ত রটিয়ে ফেলেছেন। জল্পনার মাঝেই সব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

দু’জনের একসঙ্গে সেলফি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “কিছু একটা তো বটে, নইলে আমি কেন কলকাতায় আসব? এখনই কিছু বলতে চাই না, সময় এলে জানতে পারবেন।” এখানেই শেষ নয়, অভিনেত্রী এক সংবাদমাধ্যমের কাছে জল্পনা উস্কে এও বলেন, “শুধু সেলফি। আমরা যে দিনভর আড্ডা দিলাম, এর কী হবে?”

শোনা যাচ্ছে, চিকিৎসার জন্য মুম্বই গিয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখান থেকে কলকাতায় গিয়ে শাকিব খানের সঙ্গে দেখা করেন তিনি। যদিও তাঁদের নিয়ে রটে যাওয়া নানান খবরে বেশ বিরক্তিও প্রকাশ করেছেন নায়িকা। তিনি বলেন, “দেখলাম কেউ কেউ খবর করেছে, আমি নাকি দূর থেকে তাকে দেখে দৌঁড়ে গিয়েছি। অনুরোধ করে ছবি তুলেছি। আর সেই ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় থাকতে চেয়েছি। তিনি তো মেগাস্টার, তাঁর ২৫ বছরের কর্মজীবন। আমার নিজের বয়স ২৭। আমি তো তাঁর সঙ্গে ছবি তুলতেই পারি।”

তিনি আরও যোগ করেন, “আগেও আমাদের সম্পর্ক ভাল ছিল। মাঝে একটি বিষয় ভাইরাল হল। তাতে সম্পর্ক খারাপ হয়নি। আপনারা চাইলে শাকিব খানকে জিজ্ঞাসা করতে পারেন। শুধু সেলফি দেখেই এসব সংবাদ? অথচ আমরা যে সারারাত আড্ডা দিলাম, সে সবের কী হবে? তার ড্রাইভার যে আমায় বাড়িতে পৌঁছে দিলো, এর কী হবে? আসলে এসব চর্চায় আমাদের সম্পর্ক খারাপ করা যাবে না।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *