পাঁচ গোলের থ্রিলার, তিন লাল কার্ডের বিতর্ক শেষে এল ক্লাসিকো জয় বার্সেলোনার

পাঁচ গোলের থ্রিলার, শেষমুহূর্তের রোমাঞ্চ, উত্তেজনা, বিতর্ক, তিন লালকার্ড- এক ফাইনালে সব হাজির। সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে এল ক্লাসিকোর উত্তাপ ১২০ মিনিট ধরেই জিইয়ে থাকল। শেষপর্যন্ত চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন হল বার্সেলোনা। প্রথমার্ধের ২৮ মিনিটে বার্সেলোনাকে এগিয়ে দেন পেদ্রি। বিরতির পর ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে, ৭৭ মিনিটে অঁরেলিয়ে চুয়ামেনির গোলে রিয়াল এগিয়ে গেলে ৮৪ মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান তোরেস। নির্ধারিত সময়ে ২-২ গোলে অমীমাংসিত ছিল। অতিরিক্ত সময়ে যখন মনে হচ্ছিল খেলা টাইব্রেকারে গড়াবে, তখনই কুন্দে গোল করে বার্সার ট্রফি নিশ্চিত করেন। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ২৫ গজ দূর থেকে থিবো কুর্তোয়ার জালে নিচু কোণ দিয়ে বল পাঠান ফরাসি ডিফেন্ডার কুন্দে। কুন্দের গোলের পর শুরু হয় রিয়ালের লাল কার্ড দেখার পালা! ১১৮ মিনিটে বার্সেলোনার পেনাল্টি বক্সে এমবাপ্পে পড়ে যান। কিন্তু অফসাইড হওয়ায় পেনাল্টি পায়নি রিয়াল।
এরপরই যেন আগুন ছড়ায়। রেফারির সিদ্ধান্তে খুশি হতে পারেনি রিয়ালের সাইড লাইন। বেঞ্চ থেকে রেফারির প্রতি তেড়ে যাচ্ছিলেন রিয়াল ডিফেন্ডার আন্তনিও রুডিগার। এরপর রিয়ালের বেঞ্চ থেকে কিছু একটা ছুঁড়ে মারা হয় মাঠে রেফারি রিকার্দো দে বুর্গোস বেনগোচেয়া প্রতি। কে কি ছুড়েছেন স্পষ্ট না হলেও এ সময় রুডিগারকে লাল কার্ড দেখান বেনগোচেয়া। এরপর বিবাদে জড়িয়ে লুকাস ভাসকেজও দেখেন লাল কার্ড। ম্যাচ শেষে জুড বেলিংহ্যামকেও অখেলোয়াড়চিত আচরণের জন্য লাল কার্ড দেখানো হয়। তাতেই হার নিশ্চিত হয়ে যায়।চলতি মরসুমে তিনটি ক্লাসিকোতেই বার্সার কাছে হেরেছে রিয়াল। গত জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ৫-২ ব্যবধান ও অক্টোবরে লা লিগায় ৪-০ ব্যবধানে রিয়ালকে হারিয়েছিল বার্সা।
বার্সেলোনার জন্য এটা বড় এক জয়। কারণ তারা এখন ত্রিকুকুটের দৌড়ে টিকে আছে। যার প্রথম ট্রফি ৩২তম কোপা দেল রে জয় দিয়ে শুরু হল। লা লিগায় রিয়ালের সঙ্গে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে শীর্ষে ফ্লিকের বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে ‘ইন্টার পরীক্ষা’ অপেক্ষা করছে কাতালানদের জন্য। আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানের মুখোমুখি হবে বার্সেলোনা। অন্যদিকে চলতি মরসুমে খেতাব জয়ের আর কোনো আশা নেই বললেই চলে রিয়ালের।