বোর্ডের চুক্তিতে ফিরলেন শ্রেয়স-ঈশান, কত টাকা বেতন পাবেন কোহলিরা?

0

স্পোর্টস ডেস্ক: বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন দুই বিতর্কিত ক্রিকেটার শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ। ২০২৪-২৫ মরসুমের জন্য নতুন কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। তাতে বি গ্রেডে ফেরানো হয়েছে শ্রেয়সকে। আর সি গ্রেডে ফেরানো হয়েছে ঈশানকে। শৃঙ্খলাভঙ্গের কারণে গতবছর বাদ দেওয়া হয়েছিল শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণকে। মোট ৩৪ জন ক্রিকেটারের সঙ্গে নতুন এই চুক্তি করেছে বিসিসিআই। যেখানে আগের মতোই এ প্লাস গ্রেডে আছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা। এই চারজনই সুযোগ পেয়েছেন এ প্লাস গ্রেডে।

চারজনের বেতন আগের মতোই আছে। অর্থাৎ সাত কোটি টাকা করে পাবেন তারা। এ ক্যাটেগরিতে ৬ জন রয়েছেন। তাদের বেতন পাঁচ কোটি টাকা করে। এ ক্যাটাগরিতে রয়েছেন মহম্মদ সিরাজ, কেএল রাহুল, শুভমন গিল, হার্দিক পাণ্ডিয়া, মহম্মদ সামি এবং ঋষভ পন্থ। বি গ্রেডে যারা আছেন, তাদের বেতন ৩ কোটি টাকা করে। বি-তে রয়েছেন সূর্যকুমার যাদব, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যশস্বী জয়সওয়াল এবং শ্রেয়স আইয়ার। গ্রেড সি-র তালিকা দীর্ঘ। ‘সি’ গ্রেড ১ কোটি টাকা করে দেওয়া হবে বেতন। সেই তালিকায় রয়েছেন রয়েছেন রিঙ্কু সিং, তিলক বর্মা, ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে, রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, রজত পতিদার, ধ্রুব জুরেল, সরফরাজ খান, নীতিশ কুমার রেড্ডি, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, আকাশ দীপ, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা।

প্রথমবার বোর্ডের চুক্তিতে জায়গা পান একাধিক তরুণ ক্রিকেটার। এই তালিকায় রয়েছেন রজত পতিদার, নীতিশ কুমার রেড্ডি, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আর অশ্বিনের নাম কোথাও নেই। তার কারণ অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি খেলতে যাওয়ার সময়ই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। লিস্টে নাম নেই যাঁদের, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হল শার্দূল ঠাকুর, জিতেশ শর্মা, কেএস ভরত এবং আবেশ খান। বাংলা থেকে আছেন শামি, আকাশদীপ, মুকেশ কুমার। এই চুক্তির মেয়াদ ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *