পুজোর আবহেও শীর্ষে ‘পরিণীতা’, প্রথম সপ্তাহেই চমক শ্রুতি -আরাত্রিকার ‘জোয়ার ভাঁটা’র
এন্টারটেইনমেন্ট ডেস্ক: পুজোর দিন আসতে না আসতেই প্রশ্ন উঠেছিল, আলো ঝলমলির ভিড়ে কি আর ধারাবাহিক কেউ দেখবে? উত্তর মিলল হাতেগরম টিআরপি তালিকায়। নাম কমেছে বহু ধারাবাহিকের, তবুও প্রতিযোগিতা জমেছে আগের মতোই।
এই সপ্তাহে প্রথম স্থান জিতেছে ‘পরিণীতা’। পারুল আর রায়ানের গল্প রাশ ধরে রেখেছে শক্ত করে। নম্বর পেয়েছে ৬.৫। তার অনেকটা নিচে নামল ‘পরশুরাম আজকের নায়ক’। গত সপ্তাহের শীর্ষ আসন ফসকে গিয়ে দ্বিতীয় স্থানে। তৃণা সাহা আর ইন্দ্রজিৎ বসু অভিনীত কাহিনি থেমেছে ৫.৯-এ।
তৃতীয় স্থানটা হয়ে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। তিন তিনটে ধারাবাহিক এখানে একসঙ্গে জায়গা ভাগ করে নিল। ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’, ‘ফুলকি’ আর ‘জগদ্ধাত্রী’—তিনটে গল্পেরই প্রাপ্ত নম্বর ৫.৮। দর্শকের মন কেড়ে নেওয়ার দৌড়ে তাই আলাদা করা কঠিন।
চতুর্থ স্থানেও একসঙ্গে ভিড়। ‘রাঙামতী তিরন্দাজ’, ‘আমাদের দাদামণি’ আর ‘চিরদিনই তুমি যে আমার’—এই তিন ধারাবাহিকেই মিলেছে ৫.৭। অর্থাৎ, পুজোর দিনেও দর্শকের চোখ এড়াতে পারেনি পুরনো-নতুনের মিশেল।
সব শেষে নতুন চমক। প্রথম পাঁচে জায়গা করে নিল ‘জোয়ার ভাঁটা’। দুই বোন নিশা আর উজিরের গল্প মিলল ৫.৬ নম্বর। অনেকটা নীচ থেকে উঠে এসে এবার তালিকার শীর্ষ পাঁচে নাম লিখিয়ে নিল তারা।
ছক্কা হাঁকানো প্রথম স্থান থেকে শুরু করে ভাগাভাগি করা লড়াই আর হঠাৎ উত্থান—এই সপ্তাহের টিআরপি যেন একে বারে উৎসবের রঙ্গমঞ্চ। দর্শকের রিমোট তাই এখনও তৈরি রাখছে নতুন চমকের অপেক্ষায়।