বৃথা পন্থের সেঞ্চুরির পর সামারসল্ট, জীতেশ ঝড়ে জয় আরসিবির

0





শেষ ম্যাচে জ্বলে উঠলেন ঋষভ পন্থ। চলতি আইপিএলে লখনউ অধিনায়কের রান ছিল ১৫১। আর বিরাট কোহলিদের বিরুদ্ধে করলেন ১১৮ রান। ৮টি ছক্কা এবং ১১টি চারে মাত্র ৫৪ বলে শতরানে‌ পৌঁছে মাঠেই সরাসরি সামারসল্ট দিলেন। রানে ফেরার আনন্দ। পন্থের সৌজন্যে লখনউ সুপার জায়ান্টস তোলে ৩ উইকেটে ২২৭ রান। কিন্তু সব বৃথা করে দিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জীতেশ শর্মা। একেবারে অধিনায়কোচিত ইনিংস। ৩৩ বলে ৮৫ রান করে অপরাজিত ছিলেন জীতেশ। তাতেই ৮ বল বাকি ৬ উইকেটে জিতল আরসিবি। আর প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়ে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অন্যদিকে প্লে-অফের আগেই বিদায় নেওয়া লখনউ এবারের আইপিএল শেষ করল সপ্তম হয়ে। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ও আইপিএল ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জিতল জীতেশের বেঙ্গালুরু।

জীতেশ যখন উইকেটে আসেন ১১.২ ওভারে ৪ উইকেটে ১২৩ রান বেঙ্গালুরুর। সেখান থেকে মায়াঙ্ক আগারওয়ালকে নিয়ে ৫২ বলে ১০৭ রানের জুটি গড়ে দলকে জেতালেন ৩১ বছর বয়সী জীতেশ। জীতেশ মেরেছেন ৬টি ছক্কা। মায়াঙ্ক আগারওয়াল ২৩ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। এর আগে ৩০ বলে ৫৪ রান করেন ওপেনার বিরাট কোহলি। তাতে এদিন তিন তিনটে রেকর্ড করেন কোহলি। একটি নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম প্লেয়ার হিসেবে ৯০০০ রান পূর্ণ করলেন। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরান করলেন। ডেভিড ওয়ার্নারকে (৬২) ছাপিয়ে করলেন ৬৩তম অর্ধশতরান আর আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও ব্যাটার পাঁচবার ৬০০ রানের গণ্ডি টপকালেন। তবে সবকিছুই ছাপিয়ে আলোচনায় উঠে এল জীতেশের ইনিংস। এই মরশুমে সবকটা অ্যাওয়ে ম্যাচ জিতল আরসিবি। প্রথম পর্বের শেষ ম্যাচে জয় পেয়ে প্রথম কোয়ালিফায়ার খেলার সুযোগ পেয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবির কোয়ালিফায়ারে প্রতিদ্বন্দ্বী পাঞ্জাব কিংস, ম্যাচটা হবে বৃহস্পতিবার। 

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *