‘এক্ষেত্রে দেবের থেকে পিছিয়ে আছে জিৎ…’ এ কী বললেন চিরঞ্জিত!
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
দু’জনেই বাংলা ছবির জগতে দুই সুপারস্টার। দীর্ঘদিনের কর্মজীবন। ইন্ডাস্ট্রিতে নিজের দমেই মাটি শক্ত করেছেন তাঁরা। জনপ্রিয়তার নিরিখে কেউই কারও থেকে কম যান না। কিন্তু একটি বিশেষ ক্ষেত্রে জিতের থেকে বেশি দেবকেই এগিয়ে রাখলেন অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
এই মুহুর্তে দেবের ‘ধূমকেতু’ ঝড়ে বুঁদ অনুরাগীমহল। রুদ্ধশ্বাস অপেক্ষায় রয়েছে গোটা টলিউডই। ‘ধূমকেতু’ মুক্তির পরেই আবার ‘রঘু ডাকাত’ হয়ে ফিরবেন অভিনেতা। চিরঞ্জিতের কথায়, “দেবের সময়টা খুব ভাল। আমার ধারণা, জিৎ সেই তুলনায় একটু পিছিয়েই পড়েছে। এই মুহুর্তে ও খুব বড় বড় হিট ছবি দিতে পারছে না। সেখানে দেব কিন্তু অনেকটা এগিয়ে আছে।”
‘ধূমকেতু’ নিয়ে বলতে গিয়ে অভিনেতা বলেন, “এই ছবিতে দেবকে এক অন্যরকম ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে দেখতে পাবে দর্শক। সেই দিক থেকেই এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ। অসাধারণ বেশে দেখা যাবে ওকে। সোমনাথ (কুণ্ড) দারুণ একটা সাজসজ্জা দিয়েছে। নয় বছর আগেই এমন রূপ। সেটা বোধ হয় এখন করলে আরও অসাধারণ হতে পারত। কিন্তু এই লুকটাও দুর্ধর্ষ লেগেছে আমার।”