বড়দিনে রঙিন মুহূর্ত! টলিউড থেকে বলিউড সেলেবদের সেলিব্রেশন, দেখে নিন একঝলক 

0

টুপি, ক্রিসমাস ট্রি, জিঙ্গল বেল, সান্তাক্লজ। বড়দিন মানেই আনন্দ।বড়দিন মানেই সারপ্রাইজ।বড়দিনে সেলিব্রেশনে মজলেন অনেকেই। টলিউড থেকে বলিউড খুশির আমেজে তারকারা। সমাজ মাধ্যমে ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ছবিও শেয়ার করেন তারকারা।

কোয়েল মল্লিক। সিনেমা রিলিজ নিয়ে খুব ব্যস্ততা। তারমধ্যেও ভক্তদের জন্য বড়দিনের ছবি দিতে ভোলেননি। বড়দিনে কবীরের সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করেছেন টলি নায়িকা।



মিমি চক্রবর্তী। এ বার মিমির বড়দিনটা অন্যরকম। দুস্থ শিশুদের কাছে হয়ে ওঠেন ‘সিক্রেট সান্টা’। উপহার, ভালোবাসায় জমজমাট আয়োজনে বিশেষ একটা খুশির দিন, খুশির মুহূর্ত।

নুসরত জাহান। ক্রিসমাস ট্রি সাজানো থেকে ছেলে ঈশানকে নিয়ে সেলিব্রেশন। ভক্তদের জন্য লাল পোশাকে নানা ছবি তুলে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই টলি নায়িকা।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি নায়িকা আবার বিধায়িকাও। তাই তাঁর সেলিব্রেশনও অন্যরকম। বরানগরে এক অনুষ্ঠানে ছোটদের সঙ্গে সেলিব্রেশন করলেন তিনি। সেখানে ছিল সম্প্রীতির বার্তাও।

ক্রিসমাসের দিন তাঁদের ছবি ‘তু মেরি ম্যায় তেরা’ মুক্তি পাওয়ার পর অনন্যা পান্ডে এবং কার্তিক আরিয়ান উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন ভক্তদের সঙ্গে। ক্রিসমাসের সাজে ছবি শেয়ার করে তাঁরা ক্যাপশনে লিখেছেন,‘তু মেরি ক্রিসমাস, ম্যায় তেরা সান্তা।’

তামান্না ভাটিয়া। বাড়িতে সেলিব্রেশন করেন লাল পোশাকে।নিজের কিছু হাসিখুশি মুহূর্তের ছবি শেয়ার করেছেন, যা ছুটির মেজাজে কাটিয়েছেন বোঝাই যাচ্ছে।

সোহা আলি খান। সমাজ মাধ্যমে পরিবারের সঙ্গে আন্তরিক কিছু মুহূর্ত ভাগ করে নিয়েছেন। সেখানে নিজে তো বটেই, করিনা কাপুর খান, সইফ আলি খান এবং ছেলেমেয়েদের ছবিও দেখা গেছে। পাশে অবশ্যই ক্রিসমাস ট্রি।

সোনাক্ষী সিনহা। তাঁর অভিনেতা স্বামী জাহির ইকবালের সঙ্গে সমাজ মাধ্যমে তাঁদের উৎসবের মুহূর্তগুলো শেয়ার করেছেন। লাল-সাদা পোশাকে মানাইসই সব ফ্রেম।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *