ব্রাত্য এ বার ক্রিকেটার থেকে ফুটবলাররা, অর্জুন পুরস্কারে ৩ বঙ্গকন্যা, খেলরত্নে নাম হার্দিকের

0

কোনও ক্রিকেটার বা ফুটবলার নয়, দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেলরত্ন পুরস্কার পেতে চলেছেন ভারতীয় হকি টিমের ভাইস ক্যাপ্টেন হার্দিক সিং। প্রাপক তালিকায় আর কোনও নাম না থাকায়, তিনিই নিশ্চিত। হরমনপ্রীত সিংয়ের ডেপুটি হার্দিক ২০২১ সালে টোকিও অলিম্পিক ও ২০২৫ সালের প্যারিস অলিম্পিকের ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য। এশিয়া কাপ জয়ী ২৭ বছর বয়সী হার্দিক, ভারতীয় দলের জার্সিতে খেলেছেন ১৬৪টি ম্যাচ। এই সম্মান আগে পেয়েছেন ধনরাজ পিল্লাই, সর্দার সিং, রানি রামপাল, পিআর শ্রীজেশ, মনপ্রীত সিং এবং হরমনপ্রীত সিং।

খেলরত্নের পাশাপাশি অর্জুন পুরস্কারের জন্য বেছে নেওয়া হয়েছে ২৪ জন অ্যাথলিটকে। এই তালিকাতেও নেই কোনও ক্রিকেটার। নেই ফুটবলারও।  চলতি বছর প্রথমবার মহিলা ক্রিকেটে বিশ্বজয় করেছে ভারতীয় দল, এরপরেও কারোর নাম না থাকায় অনেকেই বিস্মিত।

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ সভাপতি গগন নারাং, প্রাক্তন ব্যাডমিন্টন খেলোয়াড় অপর্ণা পোপট এবং প্রাক্তন হকি খেলোয়াড় এমএম সোমাইয়াকে নিয়ে গঠিত একটি নির্বাচন প্যানেল নতুন দিল্লিতে এক সভায় নামগুলি সুপারিশ করেছেন। এ বার বাংলার তিন ক্রীড়াবিদ রয়েছেন অর্জুন প্রাপক তালিকায়।এঁরা হলেন শুটার মেহুলি ঘোষ, নৈহাটির টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায় ও জিমন্যাস্ট প্রণতি নায়েক। নৈহাটির মেয়ে সুতীর্থার নাম অর্জুন পুরস্কারে আসায় স্বভাবতই খুশির হাওয়া সেখানে।প্রথমবারের মতো যোগাসন থেকে কোনও ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। আর প্রথমবার এই সম্মান পেলেন আরতি পাল।

একনজরে দেখে নেওয়া যাক সুপারিশ করা অর্জুন পুরস্কার প্রাপকদের নাম
তেজস্বীন শঙ্কর (অ্যাথলেটিক্স), প্রিয়াঙ্কা (অ্যাথলেটিক্স), নরেন্দ্র (বক্সিং), ভিদিথ গুজরাতি (দাবা), দিব্যা দেশমুখ (দাবা), ধনুশ শ্রীকান্ত (ডিফ শুটিং), প্রণতি নায়েক (জিমন্যাস্টিক), রাজকুমার পাল (হকি), সুরজিৎ (কবাডি), নির্মলা ভাটি (খো খো), রুদ্রাংশ খান্ডেলওয়াল (প্যারা-শুটিং), একতা ভিয়ান (প্যারা-অ্য়াথলেটিক্স), পদ্মনাভ সিং (পোলো), অরবিন্দ সিং (রোয়িং), অখিল শেওরান (শুটিং), মেহুলি ঘোষ (শুটিং), সুতীর্থা মুখোপাধ্যায় (টেবল টেনিস), সোনম মালিক (কুস্তি), আরতি পাল (যোগাসন), তৃষা জলি (ব্য়াডমিন্টন), গায়ত্রী গোপীচাঁদ (ব্য়াডমিন্টন), লালরেমসিয়ামি (হকি), মহম্মদ আফসল (অ্যাথলেটিক্স), পূজা (কবাডি)

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *