একে অপরকে ‘আনফলো’, বিবাদের গুঞ্জন উড়িয়ে নতুন পথচলা কিরণ-দেবচন্দ্রিমার

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: কলকাতা থেকে মুম্বই—দুই শহরে কাজের ব্যস্ততা থাকলেও নিজেকে গুছিয়ে নেওয়ার মধ্যে শান্তি খুঁজে পান দেবচন্দ্রিমা সিংহ রায়। নিজের কর্মজীবন নিয়ে তিনি বরাবরই লক্ষ্যে অবিচল। এ বার অভিনয়ের বাইরে এক নতুন পরিসরে যাত্রা শুরু করলেন তিনি। নিজের মায়ের নামেই শুরু করলেন শাড়ির ব্র্যান্ড—‘ইন্দিরা বাই দেবচন্দ্রিমা’।


বুধবার ব্র্যান্ডের প্রথম ঝলক শেয়ার করলেন অভিনেত্রী। মেরুন পটভূমিতে শাড়ি পরা এক নারীর অবয়বের পাশেই লেখা ‘ইন্দিরা বাই দেবচন্দ্রিমা’। ছবি পোস্ট করে ক্যাপশনে নিজের অনুভূতি মেলে ধরলেন তিনি। ক্যাপশনে লেখেন—এই নামটা অনেকদিন ধরেই তাঁর ভেতরে ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেটাই রূপ নিচ্ছে বাস্তবে। তাঁর কথায়, ‘ইন্দিরা কেবল একটি ব্র্যান্ড নয়, এটা আমার আত্মার একটা টুকরো। আগে নারীদের শক্তি, পরে নারীদের সৌন্দর্য—সব কিছুর মিশেলে এই নামটা আমার কাছে বাড়ির মতো।’

এই ব্র্যান্ডের লোগোটি তৈরি করেছেন অভিনেত্রীর বন্ধু কিরণ মজুমদার। কিছু মাস আগেই তাঁদের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন ছড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো, পুরনো ভিডিও ও ছবি ডিলিট—সব মিলিয়ে জল্পনার পারদ চড়ে তুঙ্গে। শোনা যায়, তৃতীয় ব্যক্তির কারণেই নাকি বন্ধুত্বে ফাটল।এক সময় যেই প্রাক্তন সায়ন্তরের জন্যই বন্ধুত্ব তৈরি হয়েছিল কিরণ-দেবচন্দ্রিমার, অনুরাগীদের মতে পরে সেই সায়ন্তরের জন্যই ভাঙন আসে তাঁদের সম্পর্কে। তবে বুধবার দেবচন্দ্রিমার পোস্টে কিরণের মন্তব্যে সেই বিতর্ক যেন ফিকে হয়ে গেল। কমেন্টে কিরণ লেখেন—‘কাকিমার নামে ব্র্যান্ড, খুব ভালো হবে, দুগ্গা দুগ্গা।’

একের পর এক অভিনেতা-অভিনেত্রী যখন অভিনয়ের পাশাপাশি ব্যবসায় নাম লেখাচ্ছেন, সেই তালিকাতেই এ বার নতুন সংযোজন দেবচন্দ্রিমা। নীল ভট্টাচার্য, তৃণা সাহা, সোমরাজ মাইতি, আয়ুষী তালুকদারের পাশে এ বার যুক্ত হল তাঁর নামও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *