তথাগত যদি আলোকবর্ষাকে ভালবাসে, আমিও আলোকবর্ষাকে ভালবাসব: দেবলীনা দত্ত

0

আডিশন এক্সক্লুসিভ:

তিন বছর হল ছাদ আলাদা হয়েছে দু’জনের। বৈবাহিক সম্পর্কটা না থাকলেও বরাবরই নিজেদের একে অপরের শুভাকাঙ্খী বলেই পরিচয় দিয়েছেন তাঁরা। তথাগত মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। প্রায় সাত বছরের দাম্পত্য জীবন। তার পরেই বিবাহ বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। যদিও এই ক’বছরে বদলেছে অনেক কিছুই। নিজেদের মতো করে নিজেদের জীবন গুছিয়ে নিয়েছেন দেবলীনা এবং তথাগত।

নতুন করে প্রেমে পড়েছেন পরিচালক। আলোকবর্ষা বসুর সঙ্গে সম্পর্কে আর রাখঢাক নেই বললেই চলে। তাঁকে ঘিরে দেবলীনার কী মন্তব্য, তা জানতে উৎসুক অনুরাগীরাও। আডিশনের তরফে প্রশ্ন করা হয়েছিল অভিনেত্রীকে । না এড়িয়ে যাননি। বরং খুব সহজভাবেই দেবলীনা বললেন, “আমি আলোকবর্ষাকে প্রচণ্ড ভালবাসি…”

সংসার আলাদা হলেও একে অপরের প্রতি শ্রদ্ধাতে যে ভাটা পড়েনি একটুও, তা দেবলীনার কথাতেই স্পষ্ট। তিনি বলেন, “তথাগত যেটাতে খুশি, আমিও তাতেই খুশি। আর তথাগত যদি কাউকে ভালবাসে, আমিও তাঁকে ভালবাসব। আমার কিছু করার নেই এতে।” এর পরেই তিনি যোগ করেন, ” তথাগত যদি আলোকবর্ষাকে ভালবাসে, আমিও আলোকবর্ষাকে ভালবাসব। আমি ভালবাসতে বাধ্য। আমি আলোকবর্ষাকে ব্যক্তিগতভাবে তো চিনি না যে ভালবাসব বা মন্দবাসব। তথাগত যেহেতু ভালবাসে, ওঁর সঙ্গে খুশি থাকে। তাই আমিও ওঁকে খুব ভালবাসি। কারণ ওঁ তথাগতকে খুশি রাখে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *