আইপিএলে দু’শো রানের রেকর্ড এগোচ্ছে, পাঞ্জাব হারল দিল্লির কাছে

0


নিউ নর্ম্যালে যেন রানের ফোয়ারা ছুটছে। রান উৎসবে মেতেছে যেন ফ্র্যাঞ্চাইজি দলগুলো। ২০০ রান তোলার একেবারে রেকর্ড। এবারের আইপিএলে ২০০ প্লাস স্কোরের সংখ্যা ৪৪। আইপিএলের ইতিহাসে এক মরসুমে এর চেয়ে বেশিবার দলীয় ইনিংসে ২০০ রান এর আগে দেখা যায়নি। স্যাটারডে নাইটেও ধুন্ধুমার ব্যাটিং লড়াই দেখল ক্রিকেটপ্রেমীরা। পাঞ্জাব কিংস করেছে ৮ উইকেটে ২০৬ রান। ২০৭ রানের লক্ষ্যটা ৩ বল ও ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে গেছে দিল্লি। তাতে লিগ টেবিলের ২ নম্বরে থাকা দল পাঞ্জাবকে হারিয়ে এবারের আইপিএল শেষ করল দিল্লি ক্যাপিটালস। এই জয়ে লিগের পঞ্চম স্থানে দিল্লি।
এই ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দিল্লি। ইংল্যান্ড সফরে টেস্ট দলে সুযোগ পাননি শ্রেয়স আইয়ার। কিন্তু তিনি যে যেকোনও সময়ে জ্বলে উঠতে পারেন, প্রমাণ দিলেন এদিনও। জয়পুরের মানসিং স্টেডিয়ামে পাঞ্জাবের হয়ে সর্বোচ্চ রান তাঁরই। ৫ চার ২ ছক্কায় ৩৪ বলে করেন ৫৩।  আর ঝড় তোলেন স্টোইনিস। ১৬ বলে ৪৪ করে অপরাজিত ছিলেন তিনি। বাংলাদেশেরবোলার মোস্তাফিজুর রহমান সুযোগ দারুণভাবেই কাজে লাগিয়েছেন। তুলে নেন ৩ উইকেট। এবারের আসরে শেষ বেলায় দিল্লিতে যোগ দেওয়া মোস্তাফিজ ৩ ম্যাচে নিলেন ৪ উইকেট। জোড়া উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং বিপরাজ নিগম। এছাড়া একটি উইকেট নিজের পকেটে পুরলেন বাংলার পেসার মুকেশ কুমার। জবাবে কেএল রাহুল ইমপ্যাক্ট প্লেয়ারহিসেবে নেমে ২১ বলে ৩৫ করেন। ফ্যাফ ডু’প্লেসি ১৫ বলে ২৩। দীর্ঘ আটবছর পর ভারতীয় দলে সুযোগ পাওয়া করুন নায়ার করেন ২৭ বলে ৪৪। ফিনিশিংটা করেন সমীর রিজভি। ২৫ বলে ৫৮ রান করে জিতিয়েই মাঠ ছাড়েন। শেষ তিনটে ম্যাচের পরিসংখ্যান যদি দেখা যায়, তাহলে ছিটকে যাওয়া তিনটে দল প্লে-অফে যোগ্যতা অর্জনকারী ৩ দলকে হারিয়ে দিল। দিল্লির কাছে হারায় চাপ বাড়ল পাঞ্জাবের। পয়েন্ট তালিকায় প্রথম দুই দলের মধ্যে শেষ করতে হলে শেষ ম্যাচ জিততেই হবে তাদের।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *