স্বরূপ বিশ্বাসের ডাকে হাজির ২ সুপারস্টার! দেব-জিৎ একফ্রেমে হতেই ‘দুই পৃথিবী-২’ এর আর্জি

0

একফ্রেমে দুই সুপারস্টার। জিৎ আর দেব। টলিউডের সিনেপ্রেমীরা এই দৃশ্যটা দেখার জন্যই যে হাপিত্যেস করে থাকেন। কিন্তু ইচ্ছে থাকলেই কী আর ২ মহাতারকাকে একসঙ্গে পাওয়া যায়! ফেডারেশনের বিজয়া সম্মিলনীতে দীর্ঘদিন পর দুই সতীর্থকে পাওয়া গেল একসঙ্গে-একমঞ্চে। আর একসঙ্গে পেতেই দাবি উঠল একটাই, এ বার আসুক তাহলে দুই পৃথিবী-২।

বাংলা ছবির জগতে এই দুই সুপারস্টারকে চিরপ্রতিদ্বন্দ্বী হিসাবেই জানেন সবাই। তাদের অনস্ক্রিন বক্স অফিসের লড়াই বহুবার জোয়ার এনেছে। বাস্তব জীবনেও যে তারা খুব ঘনিষ্ঠ বন্ধু এমনটাও নয়। তবে পেশাদার লড়াইয়ের চোরাস্রোত বইলেও, বরাবরই শ্রদ্ধা আর সম্মানের সম্পর্ক দু’জনের মধ্যে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস, আবার দুই নায়ককে যেন এক সুতোয় গাঁথলেন বিজয়া সম্মিলনীতে। সব ভেদাভেদ ভুলে এদিন একছাদের তলায় পাওয়া গেল গোটা ইন্ডাস্ট্রিকে। সেখানেই হাজির দেব ও জিৎ।

দু’জনেই বললেন একসঙ্গে ইন্ডাস্ট্রির সবাই কাজ করাই উদ্দেশ্য। বিজয়া সম্মিলনীতে জিৎকে দেখেই দেব এগিয়ে গিয়ে আলিঙ্গন করেন স্বভাবসিদ্ধ ভঙ্গিতে। হাসি মুখে সৌজন্য বিনিময় করেন জিৎও।  স্বরূপ বিশ্বাস বলেন, ‘সারা বছর কাজ হয়, একটা দিন সবাই মিলে একসঙ্গে সময় কাটানো এটাই উদ্দেশ্য এই বিজয়া সম্মিলনীর। এক পরিবারে প্রযোজক পরিচালক, বিভিন্ন টিভি চ্যানেলের একসঙ্গে হলেই এমন সুন্দর সন্ধ্যা পাওয়া যায়।’  মন্ত্রী অরূপ বিশ্বাস  ঘোষণা করেন, ‘পরের বছর এমন বিজয়া সম্মিলনীর আয়োজন করবে দেব এবং জিৎ।’

স্বাভাবিকভাবেই আবার প্রশ্ন উঠল, দুই পৃথিবী ২ কি আসতে পারে? ভক্তরা অপেক্ষায় কবে দুই নায়ককে একসঙ্গে দেখা যাবে সিলভারস্ক্রিনে। জবাব দিলেন দুজনেই। এই প্রশ্ন সামনে রাখতেই জিৎরসিকতা করে বলেন, ‘এই প্রশ্নটা তো প্রযোজকের কাছে যাওয়া উচিত। প্রযোজকরা ছিলেন আজকে। মিস করে গেলেন।’ দেবের সঙ্গে ছবি করা নিয়ে জিৎ জানিয়েছেন, সঠিক চিত্রনাট্য পেলে তাঁর ছবি করতে কোনও আপত্তি নেই। একই সুর শোনা গিয়েছে দেবের মুখেও। দেবকে আগামিতে দেখা যাবে প্রজাপতি ২ ছবিতে। অন্যদিকে জিৎ জানান ২০২৬ এ রিলিজ হবে নতুন সিনেমা, সেখানে তাঁর চরিত্রকে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *