একমঞ্চে দেব-কুণাল পাশাপাশি! আর কত পিছনে লাগবে? কুণাল ঘোষকে প্রশ্ন সুপারস্টার দেবের

0



টেকনিশিয়ান স্টুডিয়োয় একেবারে চাঁদের হাট। সেখানেই হাজির যেমন সুপারস্টার দেব, তেমনই চমকে দিয়ে সেখানে হাজির সদ্য অভিনেতা হয়ে ওঠা কুণাল ঘোষও। রে-রে ব্যাপারটা হলেও, টেকনিশিয়ান স্টুডিয়োয় হইহই হয়ে উঠল দেব-কুণালের মোলাকাতে। এ যেন মধুরেণ সমাপয়েৎ।যার মধ্যস্থতায় ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস।
রঘু ডাকাত মুক্তির আগে থেকেই তুঙ্গে উঠেছিল দেব ও কুণাল ঘোষের মধ্যেকার বিতর্ক। সিনেমার মুক্তিতে হল পাওয়া, টাকা দিয়ে প্রোমোশন ইত্যাদি নানা বিষয় নিয়ে দেব-কুণাল তরজা নতুন নয়। সমাজ মাধ্যমে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে একে অন্যের ৷ অথচ মঞ্চে দ্বন্দ নিয়ে হাসিঠাট্টাও চলল দেদার। দু’জনকে মঞ্চে কাছে আনার প্রথম দায়িত্বটা নেন আবার মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি সংবর্ধনার সময় বলেন, ‘আমি অনুরোধ করছি দেব যেন ইন্ডাস্ট্রির তরফ থেকে কুণাল ঘোষকে সম্বর্ধনা দেয়’। সেখানেই কুণাল ঘোষের উদ্দেশ্যে হাসতে হাসতে দেবকে বলতে শোনা যায়, ‘অভিনেতা, দারুণ অভিনয় করছে।’ দেব আরও বলেন, ‘আমি একটাই প্রশ্ন করলাম কুণালদাকে, তোমাদের সামনেও করছি, আর কতদিন পিছনে লাগবে ক্লিয়ারলি বলো’। কুণাল বলেন, ‘আমর উত্তরটাও খুব স্পষ্ট ছিল। পিছনে লাগতে গেলেও একটা ভালো পিছন দরকার হয়।’ যাতে দেবের জবাব, ‘তাহলে আমি এগিয়ে আছি অনেকটা…’! তাতেই হাসির রোল মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস সহ অন্যান্যদের। পরে কুণাল ঘোষ বলেন, ‘দেবের জন্য অনেক অনেক শুভেচ্ছা, আমি দেবকে খুব ভালোবাসি, এর জন্য কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। কোন কোন কারণে একটু টুকটাক লেগে যায়, সেটা দেবও জানে। কিন্তু ইন্ডাস্ট্রিতে দেব দেবই। আমাদের দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল আছে থাকবে।’  দেবও বলেন, ‘কুণালদা আমার কাছের মানুষ। তিনি ছবিও করছেন, আমার শুভেচ্ছা। আমাদের সবাইকে একজোট হয়ে থাকতে হবে। সাপোর্ট দরকার, নেতিবাচকতার কোনও জায়গা নেই’।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *