‘আবার আমরা একসঙ্গে’, ‘ধূমকেতু’ মুক্তির আগে ‘কাঁধে কাঁধ’ দেব-শুভশ্রীর
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ১২ বছরে প্রতীক্ষার অবসান। দর্শক তাকিয়ে রয়েছেন চলতি বছরের অগস্ট মাসের দিকে। পর্দায় আবারও দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একসঙ্গে দেখতে মুখিয়ে রয়েছেন তাঁরা। আগামী ১৪ মুক্তি পাচ্ছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’। সম্ভবত এটাই এই জুটির শেষ ছবি। তাই শেষ বারের জন্যে হলেও, ছবি মুক্তির আগে ‘কাঁধে কাঁধ’ মেলালেন দেব এবং শুভশ্রী।
শুক্রবার, সমাজমাধ্যমে ছবির প্রচারে ‘একসঙ্গে’ হলেন তাঁরা। শুভশ্রী বললেন, ‘১২ বছর পর…’ সেই সঙ্গে দেবের প্রতিক্রিয়া, ‘আবার আমরা একসঙ্গে’। তার পরেই তারকাজুটি বলতে থাকেন, “সমস্ত অপক্ষার অবসান ঘটিয়ে ‘ধূমকেতু’ আসছে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে। আগামী ১৪ আগস্ট। আর অপেক্ষা নয়, দেখা হচ্ছে সবার সঙ্গে বড় পর্দায়।”
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই যেন ঝড়ের গতিতে ভাইরাল সমাজমাধ্যমে। অনেকেই মন্তব্য করেছেন, ‘এ যেন অপ্রত্যাশিত কোলাব’! আবার কেউ কেউ লিখেছেন, “সত্যিই যেন ‘ধূমকেতু’!”
দীর্ঘদিন পর দেব-শুভশ্রীর জুটির প্রত্যাবর্তন। ইন্ডাস্ট্রিতে এই দুই তারকার সম্পর্কের সমীকরণ কারওই অজানা নয়। ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক না কেন, এই জুটির অনুরাগী সংখ্যা কিন্তু বেশ ঈর্ষার যোগ্য। দীর্ঘদিনের প্রশ্ন ছিল, “কবে মুক্তি পাবে ‘ধূমকেতু’?” গত মে মাসেই দেব এবং রাণা সরকারের প্রযোজনা সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয় ছবি মুক্তির তারিখ। এখন অপেক্ষা শুধু অগস্ট মাসের।