অপেক্ষার অবসান! ভক্তদের আর্জি মেনেই ১২ বছর পর একসঙ্গে প্রচারে দেব-শুভশ্রী

ছবির প্রচার। একই মঞ্চে একসঙ্গে দাঁড়িয়ে দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়! এই মহুর্তে এই দৃশ্যটিই যেন অগুন্তি অনুরাগীদের ইচ্ছে। বিগত ১২ বছরে বেশ কয়েকবার দুই তারকাকে একফ্রেমে দেখা গেলেও একসঙ্গে ছবির প্রচারে নামেননি আর তাঁরা। নয় বছর পর মুক্তি পাচ্ছে এই জুটির বহু প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’। দর্শকদের সেই ইচ্ছেই এ বার এই ছবি হাত ধরেই পূরণ হতে চলেছে?
উত্তরটা দিয়েছেন ছবির নির্মাতারা নিজেরাই। আগামী ৪ আগস্টই ঘটতে চলেছে এই বিরল মুহূর্ত! ‘ধূমকেতু’র গ্র্যান্ড ট্রেলার লঞ্চ। আর এই দিনেই একসঙ্গে প্রচারে নামতে চলেছেন দেব এবং শুভশ্রী। শুধু সংবাদমাধ্যমের কর্মীরাই নন, এ দিন উপস্থিত থাকতে পারবেন অনুরাগীরাও। যাঁদের আর্জি মেনেই দেব-শুভশ্রীর আবারও এক হওয়া। থাকতে পাসের ব্যবস্থাও।
প্রায় এক দশক পার। ছবিটি ‘ক্যানবন্দি’। প্রায় দশ বছরে বদলেছে অনেক কিছুই। দেব-শুভশ্রীর সম্পর্কের সমীকরণ কারও কাছেই অজানা নয়। তবে এই মুহূর্তে দু’জনেই মন দিয়েছেন নিজের ব্যক্তিগত জীবনে। দুই সন্তানকে নিয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে যেমন সংসার সামলাচ্ছেন, তেমনই দক্ষতার সঙ্গে অভিনয়ও করে চলেছেন শুভশ্রী। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের প্রেমচর্চায় আর রাখঢাক নেই বললেই চলে। এত বছর পর দুই প্রাক্তনের একসঙ্গে অভিনীত ছবি মুক্তি। এর মধ্যেই একাধিক সাক্ষাৎকারে প্রশ্ন উঠেছে, ‘ছবির স্বার্থেই হোক, একে অপরের সঙ্গে কি প্রচারে নামবেন তাঁরা?’ এ বার সবটাই খোলসা। একই মঞ্চে মুখোমুখি দেব-শুভশ্রী। কী করবেন? কীই বা বলবেন? কেমন ভাবেই বা সারবেন সৌজন্য সাক্ষাৎ? হাত মেলাবেন কি? এই মুহুর্তে একাধিক প্রশ্ন সাজাচ্ছেন এই জুটির অনুরাগীরা?