খোকা এল মাছ ধরতে ঘিস নদীর তীরে…উত্তরবঙ্গে মাছ ধরতে ব্যস্ত দেব-ইধিকা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: আসছে রঘু ডাকাত। কাঁপছে যেন জেলা-শহর। মুক্তির আগে ছবির প্রচারে বাংলা সফরে বেরিয়েছে দেবের নেতৃত্বে ‘রঘু ডাকাত’। বিভিন্ন জায়গায় গিয়ে চালানো হচ্ছে প্রচার। গত শুক্রবার মালদহ সেখান থেকে শনিবার বালুরঘাট হয়ে রবিবার রায়গঞ্জ ছুয়ে, সোমবার দেব তার টিম রঘু ডাকাত নিয়ে হাজির শিলিগুড়িতে। যা নিয়ে ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে।

পুজোয় মুক্তি পেতে চলেছে দেবের আসন্ন ছবি ‘রঘু ডাকাত’। সোমবার শিলিগুড়িতে এসেই দেব-ইধিকা সকালে মা কালীর আশীর্বাদ নিতে ছুটলেন শিলিগুড়ি শহরের কাছেই ঐতিহ্যবাহী সেবকেশ্বরী কালী মন্দিরে। টিম ‘রঘু ডাকাত’ এর সব কলাকৌশলীরাও ছিলেন সেখানে। দেবের সঙ্গে যেমন ছিলেনইধিকা পাল তেমনই ছিলেন সোহিনী সরকার, ওম সাহানি, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। শিলিগুড়িতে আসার আগে ইতিমধ্যেই মালদা, রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচার সেরে এসেছেন দেব সহ ছবির কলাকুশলীরা। প্রত্যেকটি জায়গাতেই নিজের পছন্দের তারকাদের দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। প্রচারের মাঝেই মেখে নিচ্ছেন আউটডোরের আনন্দ। এবার দেব তাঁর রঘু ডাকাতের পুরো টিমকে নিয়ে ঘিস নদীতে মাঝ ধরলেন। নিজের হাতে জাল ফেললেন জলে। এই মুহূর্তের একাধিক ছবি নায়ক ভাগ করে নেন তাঁর পেজ থেকে। দেখা যায় কালো টি-শার্ট ও জিন্সে দেবকে। মেরুন রঙের শাড়িতে ছিলেন সোহিনী।

অন্যদিকে ইধিকা ধরা দেন নায়কের সঙ্গে রংমিলান্তিতে। তিনিও কালো টপ ও সাদার উপর কালো বডার দেওয়া লং স্কার্টে ধরা দেন। সঙ্গে ছিলেন ওমও। এদিকে, আগামী ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ‘রঘু ডাকাত’-এর মেগা ট্রেলার লঞ্চের অনুষ্ঠান রয়েছে। যা নিয়ে চলছে জোরদার প্রস্তুতি। এই টিকিট নিয়েও রয়েছে বড় ঘোষণা। এর মূল্য মাত্র ৪৯ টাকা। এবং সমস্ত অর্থ যাবে টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে। মেগাস্টার দেব এবং এসভিএফ এন্টারটেইনমেন্ট-এর সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত মোহতার উদ্যোগে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সিনেমার মেরুদণ্ড- এই টেকনিশিয়ানদের জন্যই মূলত এই প্রয়াস। টিকিট বিক্রির টাকা পুরোটাই যাবে টেকনিশিয়ান ওয়েলফেয়ার ট্রাস্টে। এই টাকাটা প্রয়োজন মত ব্যবহার করতে পারবেন তারা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *