‘দেখা হচ্ছে এই বড়দিনে’, লন্ডনে ‘প্রজাপতি ২’-এর শুটিং সেরে দেশে ফিরছেন দেব-মিঠুনের জুটি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘প্রজাপতি’র সাফল্যের পর থেকেই দর্শকের একটাই প্রশ্ন ছিল—এর পর কী? ২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত দেব-মিঠুন জুটির সেই ছবিটি শুধু বক্স অফিসে ১৩ কোটির বেশি আয় করেনি, বরং পরিণত হয়েছিল বছরের সবচেয়ে বেশি উপার্জনকারী বাংলা সিনেমা হিসেবে। এ বার সেই ছবির সেক্যুয়েল ‘প্রজাপতি ২’-এর লন্ডন শিডিউলের শ্যুটিং শেষ করলেন দেব, মহাগুরু মিঠুন চক্রবর্তী, এবং গোটা টিম।

এই বছরের জানুয়ারিতেই ‘প্রজাপতি ২’ ছবির ঘোষণা হয়।৫ জুলাই, লন্ডনের রাস্তায় শুরু হয় শ্যুটিং। আর ১৩ জুলাই, লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে দাঁড়িয়ে গোটা ইউনিটের সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেব লিখলেন, ‘ইটস্‌ আ র‍্যাপ। লন্ডন, তোমায় মিস করব’।

ছবির পরিচালনায় রয়েছেন আগের মতোই অভিজিৎ সেন। ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস্‌’ এবং ‘বেঙ্গল টকিজ’ এর যৌথ প্রযোজনায় ফের একবার এক হচ্ছেন ‘টনিক’, ‘প্রজাপতি’ ও ‘প্রধান’-এর সফল ত্রয়ী। প্রথম পর্বের অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এই ছবিতে না থাকলেও, এ বার দেবের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার পরিচিত মুখ, ‘বধূয়া’ ধারাবাহিকের জ্যোতির্ময়ী কুন্ডুকে। বাবার চরিত্রে মিঠুন থাকছেন সেই পুরনো অভ্যস্ততায়, তবে গল্পে থাকছে নতুন মোড়।

আর ছেলের চরিত্রে দেব রয়েছেন আগের মতোই, তবে নতুন পরিস্থিতির সামনে দাঁড়িয়ে। প্রথম ছবিতে গৌর ও জয়ের দ্বন্দ্বে ছিল বিয়ে নিয়ে টানাপোড়েন, এইবার গল্প কোন দিকে মোড় নেবে তারই অপেক্ষা। তবে নির্মাতাদের মতে, পারিবারিক রসায়ন, প্রজন্মগত দূরত্ব, আবেগ আর অনুশোচনার টানাপোড়েন আরও গভীরে ছুঁয়ে যাবে এ বার।

২০২৫-এর বড়দিনেই বড়পর্দায় আসছে ‘প্রজাপতি ২’। এখন শুধু দিন গোনার পালা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *