সম্পর্ক নিয়ে নিন্দকদের মুখে ছাই, রুক্মিণীর জন্মদিনে দেব লিখলেন, ‘তুমিই জীবনের শক্তি’
এন্টারটেইনমেন্ট ডেস্ক: একদিকে দর্শকমহলে দেব-শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ‘ধূমকেতু’ নিয়ে উচ্ছ্বাস যেমন বাড়ছে, তার ফাঁকেই নেটপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে রুক্মিণী মৈত্রর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন! নেটিজেনদের একাংশের মতে, দুর্বল হয়েছে নাকি দু’য়ের সম্পর্কের ভিত! এ বার নিন্দকদের মুখে ছাই দিয়েই অভিনেতা লিখলেন, রুক্মিণীই তাঁর জীবনের সবচেয়ে বড় শক্তি।

২৭ জুন রুক্মিণীর জন্মদিন। প্রতি বছরই এই দিনটি ‘কাছের মানুষ’দের নিয়ে বিশেষ আয়োজন করে থাকেন দেব। এ বারেও এই দিনের মধ্যরাতে প্রকাশ্যে এল বার্থ ডে সেলিব্রেশনের ভিডিয়ো। পাশে দেব এবং উপস্থিত ছিলেন রুক্মিণীর মা মধুমিতা মৈত্রও। কিছুদিন ধরেই দুই তারকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন উঠে এসেছে খবরে। এই বিশেষ দিনে সমালোচকদের মুখে কুলুপ আঁটলেন যেন অভিনেতা। সমাজমাধ্যমে বার্থ ডে গার্লের সঙ্গে ছবি পোস্ট করে দেব লেখেন, ‘শুভ জন্মদিন। আমার জীবনের সবচেয়ে বড় সাপোর্ট এবং শক্তি তুমি।’ জন্মদিনে ব্ল্যাক ড্রেসে ধরা দিলেন রুক্মিণী। দেবকে এদিন দেখা গেল ডেনিম আর টি-শার্টে।