ডেবিট, ক্রেডিট নাকি ‘মাফিয়া কার্ড’, কোনটি ব্যবহার করেন দেব? সৃজিতের প্রশ্নে অকপট নায়ক
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে ২০ বছর পার করে ফেলেছেন দেব। ‘অভিনেতা’র পাশে জুড়েছে ‘সাংসদ’-এর তকমাও। এখন তিনি প্রযোজকের ভূমিকাতেও। কোটি কোটি টাকার উপার্জন। এই সবের লেনদেনের জন্য কী কার্ড ব্যবহার করেন তিনি? ডেবিট, ক্রেডিট নাকি ‘মাফিয়া কার্ড’?
সেদিন ছিল ‘রঘু ডাকাত’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠান। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে দেবকে সরাসরি প্রশ্ন ছোঁড়েন সৃজিত মুখোপাধ্যায়। কিন্তু কেন এমন প্রশ্ন?
কিছু সময় পিছিয়ে দেওয়া যাক। পুজো বা বড়দিনের কোনও বাংলা ছবির সঙ্গে একইসঙ্গে দেবের ছবির মুক্তি পেলে কিছু পরিচালক এবং প্রযোজকেরা অভিযোগ তোলেন অভিনেতা নাকি তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়েই নিজের ছবির জন্য বেশি সংখ্যক হল দখল করে নেন। যার কারণে কোণঠাসা হতে হয় বক্সঅফিস লড়াইয়ে থাকা অন্যান্য ছবিগুলিকে। এমনকি দেবের নাম না করে সর্বসমক্ষেই অভিযোগ তোলা হয়, তিনি নাকি এই ভাবেই ‘মাফিয়া কার্ড’ খেলেন।
সেই প্রসঙ্গ ধরেই মঞ্চে সৃজিতের এমন প্রশ্ন। সত্যিই কি এমনটা করে থাকেন অভিনেতা তথা সাংসদ? সামান্য হেসেই দেব বলতে শুরু করেন, “যাঁর নাম মানুষের মনে থাকে, যাঁর নাম মানুষের প্রার্থনায় থাকে। যাঁর স্বপ্নকে সত্যি করার জন্য হাজার হাজার মানুষ এসে উপস্থিত হন, তাঁকে কোনও ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ‘মাফিয়া কার্ড’ ব্যবহার করতে হয় না।”
আবেগী স্বরেই তিনি যোগ করেন, “আমি কুত্তার মতো খাটি একটা ছবির পেছনে…’ বলতে গিয়েই থামলেন। অশ্রুসজল তখন সুপারস্টারের দুই চোখ। ফের শুরু করলেন, “আমি কথা দিচ্ছি বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যাব। নিয়ে যাবই সালা…কথা দিলাম।”