‘শুভশ্রী ছবিতে আছে বলেই ধূমকেতুতে হ্যাঁ বলেছিলাম’, অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ দেব
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
ঝুলিতে একের পর এক হিট ছবি। রুপোলি পর্দায় বরাবরই জনপ্রিয় দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি। পর্দায় তাঁদের রসায়ন যেমন নজর কেড়েছে দর্শকদের, তেমনই তা গড়িয়েছিল পর্দার বাইরেও। দোহের প্রেম থেকে বিচ্ছেদ, সবকিছুরই সাক্ষী অনুরাগীরা। তবে শেষবারের মতো পর্দায় তারকাজুটির দেখা মিলেছিল ২০১২ সালে। মাঝে কেটে গিয়েছে দীর্ঘ সময়। বদলেছে সম্পর্কের সমীকরণ। প্রায় ৯ বছর পর মুক্তি পাচ্ছে তাঁদের অভিনীত এখনও পর্যন্ত শেষ ছবি ‘ধূমকেতু’। ছবির প্রচারে একফ্রেমে দুই প্রাক্তন ধরা না দিলেও একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিতেও কিন্তু ভোলেননি তাঁরা। এমনকি দেব জানান, তিনি ‘ধূমকেতু’ ছবির জন্য রাজিই হয়েছিলেন শুভশ্রীর জন্যেই।
এ দিন ছিল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবির গান মুক্তির অনুষ্ঠান। সেখানেই একসঙ্গে জড় হন দেব, রুদ্রনীল ঘোষ, কৌশিক-সহ অন্যান্যরা। স্বাভাবিকভাবেই এই অনুষ্ঠানেও দেখা মেলেনি রাজ-ঘরনির। তবে তিনি অনুপস্থিত থাকলেও তাঁর প্রসঙ্গ উল্লেখ করতে ভোলেননি দেব ।
তিনি বলেন, “আমি আর শুভশ্রী আদ্যোপান্ত বাণিজ্যিক ছবির নায়ক-নায়িকা হিসেবে চিহ্নিত ছিলাম। কৌশিকদা যেমনটা বললেন এমন দু’জন মানুষকে নিয়ে ‘ধূমকেতু’র মতো ছবি বানানোটা একটা বিরাট বিষয়। আমাদের উপর বিশ্বাস রেখে কাস্ট করা হয়েছে। ‘ধূমকেতু’র মতো ছবি বানানো সহজ ছিল না। আমি একজন প্রযোজক হিসেবে এটা হলফ করে বলতে পারি যে আমি খুব গর্বিত এই ছবির প্রস্তাব গ্রহণ করেছিলাম। শুভশ্রী এই ছবিতে আছে বলেই ওই সময় ‘হ্যাঁ’ বলেছিলাম।”
সহ-অভিনেত্রীর প্রশংসা করতে গিয়ে তিনি আরও বলেন, “শুভশ্রী এই ছবিতে দারুণ অভিনয় করেছে। ও অনেক বেশি এখন উন্নত এবং পরিণত। কিন্তু অনেক সময় এই ‘উন্নত’ এবং ‘পরিণত’র বাইরেও একটা সরলতা দেখতে আমাদের আরও বেশি ভাল লাগে। আমার মনে হয় কোথাও গিয়ে শুভশ্রীর ক্ষেত্রে এই ছবিতেও সেটাই হবে। এই ছবিটা ওর জীবনের সেরা ছবি হয়ে থেকে যাবে।”