‘ফ্রিতে কাজ করব কেন, আমি আমারটা বুঝে নেব!’ নায়িকাকে পাশে রেখে স্পষ্ট বার্তা দেবের
এন্টারটেইনমেন্ট ডেস্ক: নজরুল মঞ্চে তখন উপচে পড়া ভিড়। কান পাতলে শোনা যাচ্ছে শুধু দুটো নাম – ‘ধূমকেতু’ আর ‘দেশু’। এই ধূমকেতুই যে ফের মিলিয়ে দিল টলিউডের এক সময়ের সবচেয়ে জনপ্রিয় জুটি- দেব আর শুভশ্রীকে। দীর্ঘদিন পর তাঁদের একসঙ্গে দেখা। দুজনেরই এখন জগৎটা অনেক বড় হয়েছে। দেব এখন শুধুই নায়ক নন, সফল প্রযোজকও বটে। আর শুভশ্রীও শুধু লেডিসুপারস্টার নন, তাঁর নিজের প্রোডাকশন হাউজ আছে। দুজনের এখন অনেক আলাদা , তবে যেটা বদলায়নি, তা হল দেব-শুভশ্রীর ম্যাজিক। আর সেই ম্যাজিকেরই দেখা মিলল ধূমকেতু ছবির ট্রেলার লঞ্চের বিগ ইভেন্টে।
আর ঠিক সেই সময়ই শুভশ্রী ও দেবের কাছে উড়ে এল প্রশ্নের গুগলি! আর প্রশ্নটা করলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। কী ছিল সেই প্রশ্ন? কৌশিক বলে উঠলেন, কবে একে অপরকে দেখা যাবে, একে অপরের প্রোডাকশন হাউজে ছবি করতে? প্রশ্ন শুনে দেব এক মুহূর্তও দেরি করলেন না। শুভশ্রীর দিকে তাকিয়েই বললেন, ‘আমি তো করেই দিয়েছি, এ বার ওর পালা!’
শুভশ্রীও উত্তর দিতে সময় নিলেন না। মিষ্টি হেসে বললেন, ‘দেব এখন মেগাস্টার। তাকে অ্যাফোর্ড করার ক্ষমতা আমার নেই।’
ব্যাস, এই কথা শুনেই দর্শক আসন থেকে এক অনুরাগী চেঁচিয়ে উঠল, ‘দেবদা তো বিনা পয়সায় করে দেবে!’
হালকা রসিকতার ছলে শুভশ্রীর দিকে তাকিয়ে বললেন, ‘ওর প্রোডাকশনে ফ্রিতে কেন কাজ করব! বিনামূল্যে একেবারেই নয়, আমি ঠিক বুঝে নেব। তুমি অফারটা নিয়ে এসো কী ভাবে টার্মস অ্যান্ড কন্ডিশনস সেট করতে হয় আমি বুঝে নেব।’ তারপর হাসি মুখে শুভশ্রী যোগ করলেন, ‘আচ্ছা, ঠিক আছে।’
দু’দশক পর ‘ধূমকেতু’র হাত ধরে ফিরে এল দেব-শুভশ্রীর জুটি। শুধু সিনেমার ট্রেলারে নয়, পুরো ইভেন্টটাই যেন হয়ে উঠল একটা রিইউনিয়নের গল্প। অনুষ্ঠানের শেষে অনুরাগীদের বেজায় খুশি। দু’দশক পর ‘ধূমকেতু’র হাত ধরে ফিরে এল দেব-শুভশ্রীর জুটি। শুধু সিনেমার ট্রেলার লঞ্চ নয়, পুরো ইভেন্টটাই যেন হয়ে উঠেছিল একটা রিইউনিয়নের গল্প।