‘ধুমকেতু’ আসার আগেই ‘গৃহপ্রবেশ’-এর জন্য শুভেচ্ছাবার্তা দেবের, বিশেষ কারণ খুঁজছেন সিনেপ্রেমীরা

দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ধুমকেতু এখনও মুক্তির আকাশ দেখেনি। এখনও কিছুটা দেরী। তবে মুক্তি পেয়েছে ‘গৃহপ্রবেশ’। এই ছবির কেন্দ্রে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তারই সঙ্গে রয়েছেন জীতু কমল, কৌশিক গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সোহিনী সেনগুপ্তরা। দেব নেই, কিন্তু তিনি চর্চায় রয়েছেন নেটিজেনদের মধ্যে। কারণ, গৃহপ্রবেশ’এর শুভকামনায় শুভেচ্ছা জানাতে ভুল করেননি বাংলার সুপারস্টার। সম্প্রতি মুক্তি পেয়েছে ইন্দ্রদীপ দাশগুপ্তের নতুন ছবি ‘গৃহপ্রবেশ’।
এই নতুন ছবির জন্যই শুভশ্রী এবং কৌশিক কে নিজের টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন ‘খোকাবাবু’। শুভেচ্ছা বার্তা জানিয়ে লিখেছেন, ‘আজ মুক্তি পেয়েছে আপনাদের কাছের সিনেমা হলে। অনেক শুভেচ্ছা রইল পুরো টিমের জন্য, খুব ভালও হোক।’
নয় বছর ধরে নানা টালবাহানার পর ‘ধুমকেতু’র মুক্তিও আসন্ন।কিছুদিন আগেই দেবের প্রযোজনা সংস্থা জানিয়েছে ১৪ আগস্ট মুক্তি পেতে চলেছে বহু অপেক্ষিত ছবি ‘ধূমকেতু’।

এই ছবিটি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত দেব-শুভশ্রী জুটির একসঙ্গে শেষ কাজ। নয় বছর আগেই মুক্তি পাবার কথা ছিল এই ছবি তবে আইনি কিছু জটিলতার কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। দেব-শুভশ্রী জুটির ছবি দেখতে বরাবরই পছন্দ করেন দর্শকরা। একটা লম্বা বিরতির পর নায়ক-নায়িকাকে একসঙ্গে বড়পর্দায় দেখা যাবে আগস্টে। সেই অপেক্ষাতেই আছেন সিনেপ্রেমীরা। তবে সেই সিনেমার আগেই শুভশ্রীদের নতুন সিনেমা মুক্তিতে দেব-এর শুভেচ্ছা ভক্তদের কাছে স্পেশাল বলেই মনে হয়েছে। যদিও, নতুন বাংলা সিনেমা মুক্তি পেলেই শুভেচ্ছা জানিয়ে থাকেন দেব।