কাজ হারিয়ে বসিয়েছিলেন দোকান, আবারও পরিচালনায় ফিরলেন অয়ন! খাবার বেচবেন কি আর?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ‘কে আপন কে পর’, ‘কী করে বলব তোমায়’, ‘এই পথ যদি না শেষ হয়’, এবং এমনই আরও বহু জনপ্রিয় ধারাবাহিকের পরিচালক অয়ন সেনগুপ্ত। তবুও বিগত কয়েকটা মাস কম ঝড় বয়ে যায়নি তাঁর উপর দিয়ে। হাতে কাজ ছিল না। সংসার চালাতে রাস্তায় বসে খাবার বেচতে হচ্ছে তাঁকে। যদিও গত মার্চ মাসে নীরজ পাণ্ডের ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর প্রচারমূলক ছবির শুটিংয়ে দেখা গিয়েছিল তাঁকে, তবে পরিচালক হিসেবে নয়, অভিনেতা হিসেবে। সাময়িক বিরতির পর সুখবর! পরিচালক হয়েই আবার কাজে ফিরলেন অয়ন।
আবারও লাইটস, ক্যামেরা, অ্যাকশনের চেনা দুনিয়া। পরিচালক জানান, জুলাই মাসের শুরুর দিক থেকেই একটি নতুন প্রজেক্টের কাজে হাত দিয়েছেন তিনি। সেটি হল ‘সান বাংলা’র ‘ক্রাইম ডায়েরি’ অনুষ্ঠান।
গত বছরের জুলাই মাস থেকে টলিউড ইন্ডাস্ট্রিতে বারবার আলোচনায় উঠে এসেছে ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের কাজিয়া। এক সময় পরিচালকের সংগঠনের (ডিএইআই) সঙ্গে যুক্ত ছিলেন অয়ন। পরবর্তীতে সেই সদস্যপদ ছেড়ে বেরিয়ে আসেন তিনি। এমনকি ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটিও প্রত্যাহার করে নেন তিনি। এই প্রসঙ্গে অয়ন সেনগুপ্ত বলেন, “এই বিষয় আমার উপরে কোনও চাপ দেওয়া হয়নি। এই প্রসঙ্গে কথাও হয়েছে সভাপতির সঙ্গে। ব্যক্তি অয়ন সেনগুপ্ত হিসেবে কিছু সমস্যার কারণে ফেডারেশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলাম। সমস্যাগুলি স্বরূপবাবুকে জানানোয় তিনি আমাকে আশ্বাস দেন সবকিছুর সমাধান হয়ে যাবে। তাই আর সেই কেসটিকে জারি রাখার প্রয়োজনীয়তা আছে বলে আমার মনে হয়নি। তাই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছি। যদিও সেটা একান্ত ব্যক্তিগত কারণে।”
তিনি আরও বলেন, “আমি ‘ডিএইআই’-এর সদস্য ছিলাম। এক্সিকিউটিভ কমিটিতেও ছিলাম। সেখান থেকে সরে আসি। আমাদের যে অন্য পরিচালক সংগঠন আছে, ‘ইআইএমপিডিএ’, এর সদস্যপদ আমি নেব। এই মুহূর্তে আমি ‘সান বাংলা’র ‘ক্রাইম ডায়েরি’তে একজন পরিচালক হিসেবে যুক্ত হয়েছি। আমি কাজে ফিরেছি। জুলাই মাসের শুরু থেকেই নিয়মিতভাবে শুটিং করছি।”
তাহলে কি আর খাবার বেচবেন না পরিচালক? অয়ন সেনগুপ্ত বলেন, “আমার খাবারের দোকানও সমানভাবেই চলছে। যখন শুটিং থাকে না, আমি সেখানে সময় দিই। আর বাকি সময় শুটিং করি। আপাতত এইভাবে ব্যস্ত আছি। আমার এই ফিরে আসাটা যাদের জন্য সম্ভব হয়েছে, তাঁদের ধন্যবাদ। আমি কৃতজ্ঞ। আশা করছি আগামীদিনে আরও ভাল ভাল কাজ করব।”