শুটিং ফ্লোর ছেড়ে আচমকাই হাসপাতালে দিতিপ্রিয়া! হঠাৎ এমন কী হল?

পুজোর পরেই দুঃসংবাদ। উদ্বিগ্ন ‘রানি মা’র ভক্তরা। অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় টেলি অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। অভিনেত্রী বর্তমানে ব্যস্ত ছিলেন চিরদিনি তুমি যে আমার ধারাবাহিকে। তার মাঝেই বুধবার নিজেই জানালেন তাঁর অস্ত্রোপচারের কথা। সমাজ মাধ্যমে দিতিপ্রিয়া জানান, তাঁর অস্ত্রোপচার হতে চলেছে। অভিনেত্রী লেখেন, ‘আমার একটা ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন আমাকে পাবেন না। প্রয়োজন হলে মেসেজ করে রাখতে পারেন, আমি পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেব। খুব শীঘ্রই ফিরছি।’ আচমকা দিতিপ্রিয়ার এই ধরনের পোস্টের পর তাঁর ভক্ত-অনুরাগীরা স্বাভাবিকভাবেই তাঁকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে থাকেন। জানা গেছে, অনেকদিন ধরেই শুটিংয়ের মাঝে নাক দিয়ে রক্ত পড়ত, প্রায় ২ বছর আগেই এই অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তবে সেই নিয়েও শুটিং চালিয়ে গেছেন ‘রানি মা’ খ্যাত দিতিপ্রিয়া। নাকি নাকের হাড়ে একটি সমস্যা দেখা দিয়েছে। আর তারই জন্য এই অস্ত্রোপচারের প্রয়োজন। তবে আশার কথা, চিকিৎসকেরা জানিয়েছেন এটি একটি ছোটখাটো অস্ত্রোপচার এবং বিশ্রামের পর দিতিপ্রিয়া দ্রুত কাজে ফিরতে পারবেন।

বহু বছর পর ছোট পর্দায় ফিরেছেন দিতিপ্রিয়া রায়। তাঁর অভিনয়ের হাতেখড়ি হয়েছিল একদম ছোট্ট বয়সে করুণাময়ী রানি রাসমণি ধারাবাহিকে। এরপর সিনেমা-সিরিজে কাজ করেন মূলত। এই মুহূর্তে দিতিপ্রিয়াকে দেখা যাচ্ছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে। যেখানে তিনি জিতু কমলের বিপরীতে অভিনয় করছেন। বহু বছর পর ছোটপর্দায় কামব্যাক করেছেন দিতিপ্রিয়া। চুটিয়ে অভিনয় করছেন তিনি। এই সিরিয়ালে দিতিপ্রিয়ার চরিত্রের নাম অপর্ণা। তবে কিছুদিন আগে জিতু এবং দিতিপ্রিয়ার মধ্যে কিছু ভুল বোঝাবুঝিও সমস্যা সৃষ্টি হয়। এর ফলে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন ওঠে। তবে সব কিছু ভুলে আবার একসঙ্গে অভিনয় করে টিআরপি তালিকায় যথেষ্ট ভাল জায়গা করে নিয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’।