বাড়িতে নেই বিদ্যুৎ, বন্ধ শুটিং, বানভাসি শহরে আমফানের কথা মনে পড়ছে পর্দার ‘জুনি’ দিয়ার

0


সোমবার রাত থেকে প্রবল দুর্যোগের সাক্ষী গোটা বাংলা। নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। প্রাণ হারিয়েছেন প্রায় ১১ জন। অনেক সিরিয়ালের শুটিং হলেও বন্ধ থেকেছে আবার অনেক। তেমনই ‘কথা’র সেট থেকে আগেই দিয়া মুখোপাধ্যায় ছুটি নিয়ে রাখলেও দুর্যোগের পর সবার শ্যুটিং বাতিল হয়ে গেছে বলেই জানা গেছে।

এই দুর্যোগের দিন কী ভাবে কাটছে পর্দার ‘জুনি’র?  তা জানতেই যোগাযোগ করা হয়েছিল দিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে। অভিনেত্রী জানান, ‘রাত্রি থেকেই বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। নিজের কিছু ব্যক্তিগত কারণে শুটিং থেকে ছুটি নিয়েছিলাম তবে এখন প্রোডাকশন থেকে ফোন করে জানানো হল শুটিং বন্ধ করা হয়েছে। বাড়ির ভিতর জল ঢুকে গেছে।’  অভিনেত্রী আরও বলেন, ‘আমফানের সময়ের সঙ্গে খুব মিল খুঁজে পাচ্ছি। তখন এরকম অবস্থা হয়েছিল।’ তাঁর বাড়ির সামনেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন একজন ফল বিক্রেতা, এই খবর পাওয়ার পর থেকেই আরও মন খারাপ অভিনেত্রীর।

বৃষ্টি কতটা উপভোগ করেন অভিনেত্রী? জানতে চাওয়ায় সোজা সাপটা উত্তর অভিনেত্রীর, ‘বৃষ্টি নিঃসন্দেহে ভালো লাগে তা বলে কোনও কিছুই মাত্রা অতিরিক্ত পছন্দ নয়। যে পরিস্থিতির জন্য মানুষের সমস্যার সম্মুখীন হতে হয় সেই পরিস্থিতি কখনোই কাম্য নয়।’  পুজোর মুখেই এরকম দুর্যোগে, কতটা মন খারাপ হচ্ছে তাঁর? দিয়া বলেন, ‘সবারই পুজো প্রায় শুরু হয়ে গেছে, এই সময় এরকম দুর্যোগ সত্যি বেদনাদায়ক তার থেকেও বড় কথা, যাদের পুজোয় এই ক’দিন ব্যবসা-বাণিজ্যের সময় তাদের বড় ক্ষতি হয়ে গেল, এত টাকা দিয়ে প্যান্ডেল করা ঠাকুর বানানো তাদের জন্য সত্যিই খুব মন খারাপ লাগছে। এত আয়োজন পণ্ড না হয়ে যায় এই আশঙ্কাই হচ্ছে।’ বৃষ্টির দিনে আর পাঁচজন বাঙালির মতো খিচুড়ি এবং পাঁপড়  ভাজা মাস্ট হলেও এ বারের ভয়াবহ দুর্যোগে সেসবে মন নেই অভিনেত্রীর।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *