আশায় জল! যুদ্ধ থামিয়েও নোবেল জয় হল না ট্রাম্পের! শান্তির নোবেল গেল ভেনেজুয়েলায়

0

ট্রেডিং: গ্রেট মিস! আশায় জল পড়ল ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ৭টি যুদ্ধ থামিয়েছেন তিনি। তাতে ট্রাম্প নিজেই নিজেকে নোবেলের যোগ্য বলে দাবি করেন। পাকিস্তানের মতো বিভিন্ন দেশ সমর্থনও করে। কিন্তু ফক্কাই। শান্তির নোবেল পুরস্কার দেওয়া হল ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদোকে। নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ভাটনে ফ্রিডনেস বলেন, তাঁরা শুধু ‘আলফ্রেড নোবেলের কাজ ও ইচ্ছের’ ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকেন। এরপরই তিনি বলেন, ‘সুতরাং, আমরা আমাদের সিদ্ধান্ত শুধু আলফ্রেড নোবেলের কাজ এবং ইচ্ছের ওপর ভিত্তি করেই নিই।’ ট্রাম্প যেসব যুদ্ধ-সংঘাত বন্ধ করার দাবি করেছেন, সেগুলোর বেশির ভাগই ছিল অস্থায়ী চুক্তি, কোনো স্থায়ী শান্তিচুক্তি নয়। এই বছরের শুরুতে ইজরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের সংঘাত বন্ধে ট্রাম্পের ভূমিকা বেশ স্পষ্ট মনে হলেও অন্যান্য ক্ষেত্রে তা ততটা নয়। এমনকি ট্রাম্প ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত অবসানের কৃতিত্ব দাবি করলেও, নয়াদিল্লি এই ঘটনায় ট্রাম্পের ভূমিকাকে তেমন গুরুত্ব দেয়নি।

২০০৯ সালে বারাক ওবামা মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ওবামার নোবেল শান্তি পুরস্কার অর্জনের তীব্র সমালোচনা করে বলেছেন, তিনি ‘কিছুই না করে’ এই পুরস্কার পেয়েছেন। তাতে নেটিজেনদের অনেকেই মনে করেছেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা থেকে মার্কিন প্রেসিডেন্ট এসব বলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি, যা আগে কখনো ঘটেনি। তবে তারা (নোবেল কমিটি) যা করার তা–ই করবে। তারা যা-ই করুক, ঠিক আছে। আমি এটা জানি, আমি পুরস্কারের জন্য এসব করিনি।’ প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পরেও ট্রাম্পকে এই পুরস্কার দেওয়ার প্রস্তাব গিয়েছিল নোবেল কমিটির কাছে। তখন শিকে ছেঁড়েনি। এ বারেও জুটল না।
গণতন্ত্র ও মানবাধিকারের জন্য দীর্ঘদিনের সংগ্রামের স্বীকৃতি হিসেবে ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদোকে এ বছরের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল কমিটির চেয়ারম্যান বলেন,‘এই পুরস্কার দেওয়া হচ্ছে একজন সাহসী এবং নিবেদিতপ্রাণ শান্তির চ্যাম্পিয়নকে, একজন মহিলাকে যিনি অন্ধকারের মধ্যে গণতন্ত্রের শিখা জ্বলিয়ে রেখেছেন’। নোবেল প্রাইজ কমিটির তথ্য অনুযায়ী, আলফ্রেড নোবেলের উইলে উল্লেখিত শান্তি পুরস্কার প্রার্থী নির্বাচনের তিনটি শর্তই পূরণ করেছেন মাচাদো।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *