দিওয়ালির রোশনাইতে প্রকাশ্যে মা দীপিকা-বাবা রণবীরের আদরের – দুয়া সিং পাড়ুকোন

0





দিওয়ালিতে রণবীর-দীপিকা তাঁদের ভক্তদের জন্য জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ সামনে নিয়ে এলেন। যা দেখে উচ্ছ্বসিত দুই তারকার অনুরাগীরাই। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর মা–বাবা হয়েছেন বলিউড তারকাজুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। ২১ অক্টোবর, ২০২৫ সমাজ মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ করলেন মেয়ে দুয়ার ছবি। প্রথমবার দুয়া সিং পাড়ুকোনকে দেখে আবেগে ভাসল নেট অনুরাগীরাও। কারণ অনুরাগীরাও দীর্ঘ একটা বছরের বেশি সময় অপেক্ষা করেছেন তারকাদম্পতির সন্তান দুয়ার ছবি দেখার জন্য। গত এক বছর ধরে রণবীর-দীপিকা মেয়ের ছবি কোনওভাবেই প্রকাশ্যে আনেননি।
এথনিক পোশাকেই খুদেকে নিয়ে দিওয়ালির উৎসবে মেতেছিলেন তারকা জুটি।
মা-বাবার সঙ্গে সেখানে হাসিমুখে দেখা যাচ্ছে দুয়াকেও। লাল পোশাকে সেজেছে রণবীর ও দীপিকাকন্যা। মেয়ের সঙ্গে মিলিয়ে দীপিকাও পরেছেন লাল রঙের পোশাক। সঙ্গে কানে-গলায় ভারী গয়নার সাজ। অন্যদিকে রণবীর পরেছেন সাদা রঙের পাঞ্জাবি-পাজামা ও একই রঙের জহর কোর্ট। ছবিগুলির সঙ্গে দীপিকা ও রণবীর হিন্দিতে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘দিওয়ালির হার্দিক শুভকামনা’। পোস্ট করা ছবিগুলিতে দেখা গিয়েছে, মা দীপিকার কোলে পরম নিশ্চিন্তে বসে রয়েছে একরত্তি দুয়া। মুখে তার ছোট্ট আঙুল, দু’চোখে কৌতূহল। পাশে দাঁড়িয়ে হাসিমুখে স্ত্রী ও সন্তানকে আগলে রেখেছেন গর্বিত বাবা রণবীর ও মা দীপিকা। ছবি দেখেই তারকা থেকে অনুরাগী, সকলেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট দুয়াকে।
উল্লেখ্য, ২০১৮ সালে ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধেন রণবীর ও দীপিকা। বিয়ের প্রায় ছয় বছর পর, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর তাঁদের কোল আলো করে আসে দুয়া। এক মাস বয়সি ছোট্ট খুদে পায়ের ছবি দিয়ে সমাজ মাধ্যমে জানিয়েছিলেন তাঁদের জীবনে আসা নতুন অতিথির নাম— দুয়া পাড়ুকোন সিং। ‘দুয়া’ একটি আরবি শব্দ, যার অর্থ ‘প্রার্থনা’। গতবছর এমন সময়েই মেয়ের নাম ঘোষণা করেছিলেন তাঁরা। এবার দিওয়ালির রোশনাইয়ে দুনিয়ার সামনে আনলেন নিজেদের রাজকন্যাকেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *