বেটিংকাণ্ড! মিমি-অঙ্কুশসহ একাধিক তারকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির
বেটিং অ্যাপ মামলায় জড়িয়ে পড়লেন ক্রিকেট থেকে বিনোদন জগতের একের পর এক তারকা।এরমধ্যে আবার রয়েছেন টলিউডের অভিনেতা-অভিনেত্রীও। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, তালিকায় নাম রয়েছে প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উত্থাপা, অভিনেতা সোনু সুদ, উর্বশী রাউতেলা, নেহা শর্মা এবং টলিউডের দুই তারকা অঙ্কুশ হাজরা ও মিমি চক্রবর্তী।

জানা গেছে, মোট ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এরমধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লাখ, অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭.২০ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।এর পাশাপাশি যুবরাজ সিংয়ের ২.৫ কোটি, রবিন উথাপ্পার ৮.২৬ লক্ষ, উর্বশী রাউতেলা ২.০২ কোটি, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১.২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।অবৈধ অনলাইন বেটিং চক্রের বিরুদ্ধে এই বড়সড় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

1xBet নামে একটি অনলাইন বেটিং অ্যাপ ভারতে বেআইনিভাবে জুয়া ও বেটিংয়ের ব্যবসা চালাচ্ছিল। এই প্ল্যাটফর্মটি, এর সহযোগী ব্র্যান্ড 1xBat এবং 1xbat Sporting Lines-এর সঙ্গে মিলে সারা ভারতে অবৈধ অনলাইনে জুয়া ও বেটিংয়ে জড়িয়ে পড়ে। ইডি সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন রাজ্যের পুলিশ প্রশাসনের দায়ের করা একাধিক এফআইআরের ভিত্তিতে এই তদন্ত শুরু হয়।
অভিনেতা, অভিনেত্রী ও ক্রিকেটাররা প্রত্যেকেই প্রত্যক্ষভাবে বেটিং কার্যকলাপ, প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন।আরও জানা গেছে, গোটা বিষয়টা সম্পর্কে জেনেই এই বেটিং অ্যাপের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন সমস্ত তারকারাই।
উল্লেখযোগ্যভাবে, এই একই মামলায় এর আগে ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার প্রায় ১১.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় সংস্থা। ইডির সাম্প্রতিক পদক্ষেপের পর মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।ভারতে ২০২৩ সালে তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারায় ১এক্সবেট-সহ একাধিক বিদেশি বেটিং অ্যাপ নিষিদ্ধ করা হয়।
